ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনে আধিপত্য বেক্সিমকোর

প্রকাশিত: ০৪:০৪, ১ জুন ২০১৫

লেনদেনে আধিপত্য বেক্সিমকোর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশ কিছুদিন দিন পরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের নেতৃত্ব দিয়েছে বেক্সিমকো কোম্পানি। কোম্পানিটি ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ২৫ শতাংশ। এদিন কোম্পানির ১ কোটি ১৮ লাখ ২৪ হাজার ২৩২টি শেয়ার লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন করে দশম স্থান দখল করেছে। তবে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬১ শতাংশ। এদিন কোম্পানির ৩৫ লাখ ২৩ হাজার ৯৯৭টি শেয়ার লেনদেন হয়। এছাড়া শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকস ৩০ কোটি ৭১ লাখ টাকা, এসিআই ফরমুলেশনস ২৯ কোটি ৯০ লাখ টাকা, ইউপিজিডিসিএল ২৯ কোটি ১০ লাখ টাকা, সামিট পূর্বাঞ্চল ২৫ কোটি ৬৩ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবল ২২ কোটি ৫৫ লাখ টাকা, বারাকা পাওয়ার ২০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন করেছে।
×