ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দর বেড়েছে ১০টি খাতের

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মে ২০১৫

দর বেড়েছে ১০টি খাতের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রিটার্ন বা দর বেড়েছে ১০টি খাত। দর বাড়ায় এগিয়ে রয়েছে সেবা ও আবাসন খাত। এই খাত ৯ দশমিক ৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। শেলটেক ব্রোকারেজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সিরামিক খাত ৮ দশমিক ৪ শতাংশ কোম্পানির দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর আইটি খাত ৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া সিমেন্ট খাতে ৬ দশমিক ৫ শতাংশ, প্রকৌশল খাতে ৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৫ শতাংশ, বিদ্যুত ও জ্বালানি খাতে ১ দশমিক ৩ শতাংশ, পাট খাতে ৩ দশমিক ৪ শতাংশ, বিবিধ খাতে ৫ দশমিক ৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ ভ্রমণ ও অবকাশ খাতে ১ দশমিক ২ শতাংশ এবং ব্যাংক খাতে দশমিক ১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ সব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলিটেক্স (বিডি) ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ফ্যামিলিটেক্স (বিডি) ॥ বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স (বিডি) সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ॥ বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
×