ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কানাডা প্রস্তুত, পাঁচ দিন পর শুরু মহিলা বিশ্বকাপ

প্রকাশিত: ০৬:২৬, ৩১ মে ২০১৫

কানাডা প্রস্তুত, পাঁচ দিন পর শুরু মহিলা বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ এবার মহিলা ফুটবল বিশ্বকাপের সপ্তম আসর। অনুষ্ঠিত হবে কানাডায়। সেজন্য ১২ ভেন্যু প্রস্তুত হয়েছে। আগামী শনিবারই শুরু হবে এ আসর। এবারই প্রথম মহিলা বিশ্বকাপে সর্বাধিক দেশের অংশগ্রহণ হতে যাচ্ছে। আগের আসরগুলোয় ১৬টি করে দল অংশ নিলেও এবার ৮টি দল বেড়েছে। সবমিলিয়ে ২৪ দেশের ৫৫২ খেলোয়াড় বিশ্বকাপ মঞ্চে অবতীর্ণ হবেন একটি শিরোপা জয়ের যুদ্ধে। গত এক মাস ধরে বিশ্বকাপ প্রস্তুতি নিয়েছে স্বাগতিক কানাডার মহিলা ফুটবল দল। সব দলই ঘোষণা করা শেষ। এবার শুধু লড়াইয়ে নামার অপেক্ষা। গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল জাপান মহিলা দল। প্রথমবার ফাইনালে উঠেই জার্মানির মাটি থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। হারিয়ে দিয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের। অথচ সেমিফাইনাল পর্যন্তও এর আগের পাঁচ আসরে পৌঁছতে পারেনি জাপানের মেয়েরা। এবারও অন্যতম ফেবারিট হিসেবে বিশ্বকাপ ধরে রাখার মিশন তাদের জন্য। এবারও দলে আছেন অভিজ্ঞ হোমারে সাওয়া। ২০১১ সালের বর্ষসেরা এ ৩৬ বছর বয়সী ফুটবলার এবার নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন, যা মহিলা এবং পুরুষ উভয় বিশ্বকাপের ক্ষেত্রে নতুন এক রেকর্ড হতে যাচ্ছে। গত মৌসুমের প্রায় পুরোটাই ইনজুরির ধাক্কায় বিপর্যস্ত ছিলেন সাওয়া। অবশ্য ব্রাজিলের ফরমিগা ও কানাডার মার্তার জন্যও একই রেকর্ড হতে যাচ্ছে। এবার বিশ্বকাপে দেখা যাবে অনেক তারকার অংশগ্রহণ। ২০১৩ সালের বর্ষসেরা জার্মানির গোলরক্ষক নাদিনে এ্যাঙ্গারার, ২০১২ সালের বর্ষসেরা যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড এ্যাবি ওয়ামব্যাচরা। এবারের বর্ষসেরা নাদিনে কেসার অবশ্য অনুপস্থিত থাকছেন ইনজুরির কারণে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এবার অভিজ্ঞ ফাটমির আলুশিকে ছাড়াও নামতে হবে। কোচ সিলভিয়া নেইড আস্থা রাখেননি গোলের জন্য ক্ষুধার্ত সেলিয়া সাসিকের ওপরও। যুক্তরাষ্ট্র এবার বিশ্বকাপ ফিরিয়ে আনার যুদ্ধে দলে রেখেছে অভিজ্ঞ ক্রিস্টিন র‌্যামপোনকে। তিনি পঞ্চম বিশ্বকাপে অংশ নেবেন এবার। ১৯৯৯ সালে সর্বশেষ বিশ্বকাপজয়ী যুক্তরাষ্ট্রের একমাত্র সদস্য হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী র‌্যামপোন। তবে দলের অন্যতম শক্তি ওয়ামব্যাচ। বিশ্বকাপে দেশের পক্ষে সর্বাধিক ম্যাচ খেলা এ স্ট্রাইকার ১৮ ম্যাচে করেছেন ১৩ গোল। এছাড়াও যুক্তরাষ্ট্রে আছে বেশ কয়েকজন বিশ্বকাপ অভিজ্ঞ ফুটবলার। ১৫ ম্যাচ খেলা শ্যানন বক্স, ১১টি করে ম্যাচ খেলা কার্লি লয়েড ও হিদার ও’ রেইলি এবং ১০ ম্যাচ খেলা হোপ সোলো। এদের ছাড়াও দৃষ্টি থাকবে নাইজিরিয়ার ৩৯ বছর বয়সী পারপেচুয়া এনকোয়াচার দিকে। চারবার আফ্রিকান বর্ষসেরা হওয়া এ ফরোয়ার্ডকে প্রাথমিক অবস্থায় বাদ দিলেও পরে দলে টানেন কোচ এডুইন ওকোন। তার সঙ্গে থাকবেন গত বছর আফ্রিকান বর্ষসেরা হওয়া আসিসাত ওশোওয়ালা। সব মিলিয়ে এবার বিশ্বকাপে শেষ হতে যাচ্ছে একঝাঁক তারকার অংশগ্রহণ।
×