ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৫, ৩১ মে ২০১৫

যশোরে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা ফুটবলের সবচেয়ে বড় আসর প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করা হয়েছে। শনিবার উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আজাদ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ১১টি ক্লাব নিয়ে শুরু হয়েছে যশোর প্রথম বিভাগ ফুটবল লিগ। দলগুলোর মধ্যে রয়েছে- আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, রাহুল স্মৃতি সংসদ, কুহেলিকা উন্নয়ন সংঘ, আজাদ স্পোর্টিং ক্লাব, ঈদগাহ কোচিং সেন্টার, শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিপ্লব শহীদ স্মৃতি সংসদ, তপন স্মৃতি সংসদ এবং টাউন ক্লাব। সর্বশেষ ২০১৩ সালে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল যশোর ফুটবলের বড় এ আসরটি। এরপর নানা জটিলতায় ২০১৪ সালে লিগের খেলা মাঠে গড়ায়নি। তবে ২০১৫ সালের লিগটি চলতি মাসের ১৯ তারিখ শুরু হওয়ার কথা থাকলেও জেলার সাতটি ক্লাব ডিএফএর আহ্বায়কের প্রতি অনাস্থা জানিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আবার অনিশ্চয়তা দেখা দেয়। পরে জেলা প্রশাসন থেকে টুর্নামেন্ট পরিচালনার জন্য নতুন কমিটি করা হয়। সেই কমিটির আয়োজনে মাঠে গড়াল খেলা। শনিবার বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ম্যাচের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে অনুষ্ঠিত লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
×