ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০৪ বছর একসঙ্গে

প্রকাশিত: ০৪:৩৭, ৩১ মে ২০১৫

১০৪ বছর একসঙ্গে

ফ্লোরেন্স ও গ্লেনস যমজ বোন। এক শতক ছিলেন এক সঙ্গেই। নবেম্বরে তাদের বয়স হতো ১০৪। তার আগেই তাদের পথচলা শেষ হয়ে গেল। গ্লেনস মারা যান ২৩ এপ্রিল। একমাস পর ২০ মে মারা যান ফ্লোরেন্স। তাদের জন্ম ইংল্যান্ডে ১২ নবেম্বর ১৯১১ সালে। পাঁচ সন্তান, ১২ নাতি-নাতনি ও ১৯ পৌপুত্র-কন্যা রেখে গেছেন তারা। -জিনিউজ নিউইয়র্ক নগরী দেখতে নিউইয়র্ক নগরীর সৌন্দর্য দেখতে শুক্রবার থেকে দেশটির ফ্রিডম টাওয়ার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ভবনটির ১০০, ১০১ ও ১০২ তলা থেকে নগরীকে দেখা যাবে। প্রাপ্ত বয়স্কদের জন্য ৩২ ডলার ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৬ ডলারে টিকিট কিনতে হবে। তবে ১/১১ হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও উদ্ধার কাজে অংশ নেয়া ব্যক্তিরা বিনা টিকেটে প্রবেশ করতে পারবেন। -নিউইয়র্ক টাইমস
×