ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাছ থেকে পড়ে পুলিশ কর্মকর্তা নিহত, শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ মে ২০১৫

গাছ থেকে পড়ে পুলিশ কর্মকর্তা নিহত, শ্রমিকের   মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ টাঙ্গাইলে আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে মারা গেছেন পুলিশ কর্মকর্তা। খুলনায় কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশালে ভবন থেকে পড়ে মারা গেছেন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। বরিশাল ॥ নগরীর করিম কুটির এলাকার একটি বাড়ির নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কবির হোসেন (৪০) নামের এক নির্মাণ শ্রমিক শুক্রবার সকালে মারা গেছেন। জানা গেছে, সকাল দশটার দিকে করিমকুটির এলাকার ঝন্টু হাওলাদারের ভবন নির্মাণের কাজ করছিলেন কবির। চারতলার সেন্টারিং খুলতে গিয়ে আকস্মিক পড়ে যান। অন্যান্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খুলনা ॥ খুলনার দিঘলিয়া উপজেলায় মোঃ রাশেদ শেখ (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিভিটা এলাকার আতাই নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে আম পাড়তে গিয়ে পুলিশে কর্মরত এসআই শামসুল আলম সরকার (৫০) গাছ থেকে পড়ে মারা গেছেন। নিহত আলম সরকার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া গ্রামের মৃত মতি সরকারের ছেলে।
×