ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে তিন ফসলি আবাদ বাড়ছে

প্রকাশিত: ০৫:৫৬, ৩০ মে ২০১৫

কুড়িগ্রামে তিন ফসলি আবাদ বাড়ছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, একই জমিতে বছরে তিনবার ধান ফলাচ্ছেন কুড়িগ্রামের কৃষকরা। এতে যেমন কৃষক লাভবান হচ্ছেন তেমনি দেশের খাদ্য ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখছেন তারা। জেলার বিভিন্ন এলাকায় এখন চলছে বোরো হাইব্রিড ধান সাথি ও ব্রি-২৮ কর্তন। অপরদিকে লাগানো হচ্ছে আউস মৌসুমের হাইব্রিড ধান সাথি। আউস ধান কর্তনের পর একই জমিতে লাগানো হবে আমন মৌসুমের ব্রি আর-২২। চলতি বোরো মৌসুমে কৃষি বিভাগের উদ্যোগে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় জেলায় ২ হাজার ৪শ’ ১১ জন কৃষক ১ হাজার ২শ’ ৩৯ একর জমিতে বছরে ৩ বার ধান আবাদের অংশ হিসেবে হাইব্রিড ধান সাথি ও ব্রি-২৮ আবাদ করে ফলন ভাল পেয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদফতর কুড়িগ্রাম এর উপ-পরিচালক মোঃ শওকত আলী সরকার বলেন, এ ধরনের উদ্দ্যোগ সর্বত্রই ছড়িয়ে দেয়া সম্ভব হলে খাদ্য ঘাটতি মেটাতে তা বড় ভূমিকা রাখবে। কৃষকরা বলছেন, সরকারী-বেসরকারী সহায়তা পাওয়া গেলে এলাকার সব জমিতেই বছরে ৩ বার ধান ফলানো সম্ভব।
×