ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চে আসছে ‘অংকুর’

প্রকাশিত: ০৪:২৯, ৩০ মে ২০১৫

মঞ্চে আসছে ‘অংকুর’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ১১ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মৌলিক নাট্যদলের দ্বিতীয় প্রযোজনা ‘অংকুর’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। দেশের বরেণ্য ও জনপ্রিয় নাট্যকার কাজী রফিক রচিত ‘অংকুর’ নাটকের নির্দেশনা দিয়েছেন সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ওহী চৌধুরী, অলিউল্লাহ অলি, মনি বেগম, তুষার, জাভেদ, নিলয় রহমান, জিএম স্পর্শ, নিপা, সাজু আহমেদ, হিমেল, অপু, ফারুক, ইমরান, পরান, রানা মল্লিক প্রমুখ। নাটকের কোরিওগ্রাফী করেছেন নিলয় রহমান, পোষাক মনি বেগম, সেট ডিজাইন করেছেন অলি উল্লাহ অলি। এ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং নাটকের অন্যতম অভিনেতা নিলয় রহমান বলেন, সমসাময়িক বিষয়কে ‘অংকুর’ নাটকে তুলে ধরা হয়েছে। উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে পুরাদমে মহড়া করছেন দলের কর্মীরা। তিনি বলেন, ‘অংকুর’ নাটকটি ঢাকার নাট্যাঙ্গনে অন্যতম প্রযোজনা হিসেবে পরিগণিত হবে। এদিকে সংগঠন সূত্রে জানা গেছে, নতুন নাটক মঞ্চায়নের পাশাপাশি ওইদিন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশের নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য ৬ বিশেষ ব্যক্তিকে এ সম্মনানা দেয়া হবে।
×