ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ভারতে সর্বোচ্চ

প্রকাশিত: ০৪:২২, ৩০ মে ২০১৫

অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ভারতে সর্বোচ্চ

বিশ্বে একক রাষ্ট্র হিসেবে ভারতেই অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। সুপার পাওয়ার হতে চাওয়া এই দেশেই সবচেয়ে বেশি মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করে। বিশ্বে বর্তমানে খেতে না পাওয়া মানুষের সংখ্যা ১০০ কোটি থেকে কমে ৭৯ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু ভারতেই ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১৯ কোটি ৪৬ লাখ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক রোমে প্রকাশিত ‘বিশ্বে রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনের বরাতে দি টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে। ওই প্রতিবেদনের তালিকায় বিশ্বের ক্ষুধার্ত মানুষের সংখ্যা বিবেচনায় ভারতকে শীর্ষে রাখা হয়েছে। পূর্ব এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা আনুপাতিকহারে কমেছে। এর আগের পরিসংখ্যান অনুসারে পূর্ব এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। পূর্ব এশিয়ায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা আনুপাতিকভাবে কমলেও ভারতে তা আশাজাগানিয়া নয়। প্রতিবেদনটিতে চীনকে ক্ষুধার্তের সংখ্যা হ্রাসের ক্ষেত্রে শীর্ষে রাখা হয়েছে। -ওয়েবসাইট
×