ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুনাফা তোলার দিনে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ মে ২০১৫

মুনাফা তোলার দিনে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা সূচকের উর্ধগতির পরে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণে মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। দুই বাজারেই মূল্য সূচকের ব্যাপক পতন হয়েছে। তবে এদিন পুঁজিবাজারে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। ফলে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে আটশ’ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৬ কোটি ৩২ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৮৪২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। বাজার পর্র্যালোচনায় দেখা গেছে, দিনটিতে ডিএসইতে সকালে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেনের প্রায় পৌনে এক ঘণ্টার পর শেয়ার বিক্রির আদেশ বাড়তে থাকে। এভাবে সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। এই মূল্য সূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, আরএকে সিরামিক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই ফরমুলেশনস, এএফসি এ্যাগ্রো এবং সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটিড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এপেক্স স্পিনিং, এপোলো ইস্পাত, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আরএকে সিরামিক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড, ইনটেক, আমরা টেক, জেমিনি সী ফুড, বিডি কম ও এএফসি এ্যাগ্রো। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড সিরামিক, সিনো বাংলা, কে এ্যান্ড কিউ, ফনিক্স ফাইনান্স, দুলা মিয়া কটন, সানলাইফ ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন ও ফ্যামিলি টেক্স। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×