ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গেও বিরোধে জড়ালেন হংকংয়ের নেতা

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ মে ২০১৫

ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গেও বিরোধে জড়ালেন হংকংয়ের নেতা

হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন-ইং সরকারের বিতর্কিত নির্বাচনী সংস্কার প্রস্তাব নিয়ে ক্ষুব্ধ গণতন্ত্র জঙ্গী আইনসভার সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়লে বৃহস্পতিবার তিনি ক্ষমতা ত্যাগের এক চ্যালেঞ্জের সম্মুখীন হন। এ নির্বাচনী সংস্কারের ওপর আগামী মাসে পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। খবর এএফপির। লিউং চুন-ইং কৌশলে পদত্যাগের বিষয়টি এড়িয়ে গিয়ে আইন সভার সদস্যদের বলেন, শহরটি এখন এক যুগ সন্ধিক্ষণে রয়েছে। তিনি ২০১৭ সালে অনুষ্ঠেয় নেতৃত্ব নির্বাচনের রোডম্যাপের প্রতি সমর্থন প্রদানের জন্য আইনসভার সদস্যদের প্রতি আহ্বান জানান। হংকংয়ের প্রধান নির্বাহী পদে এটাই হবে প্রথম নির্বাচন। গণতন্ত্রপন্থী সদস্যরা এ সংস্কার প্রস্তাবকে ‘ভুয়া গণতন্ত্র’ বলে অভিহিত এবং এ প্রস্তাব প্রতিরোধে সংকল্প ব্যক্ত করেছেন। নতুন প্রজাতি ৩৫ হাজার বছর আগের একদল আদিম মানুষের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ইথিওপিয়ার আফার অঞ্চলে আদিম মানুষের চোয়ালের একটি হাড় ও দাঁত খুঁজে পাওয়া গেছে। আধুনিক মানুষের পূর্বপুরুষ বলে খ্যাত লুসি যখন বেঁচেছিল সে সময়েও এ এলাকাতে আদিম মানবের আলাদা এই প্রজাতিটির অস্তিত্ব ছিল। -বিবিসি ক্যান্সারের কারণে... বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিছু স্তন ক্যান্সারের কারণে শরীরে এমন কিছু কেমিক্যালের নিঃসরণ ঘটে যেগুলো হাড়ের মধ্যে গর্ত তৈরি করে আরেক ধরনের ক্যান্সার তৈরি করতে সক্ষম। একবার যদি এই ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ে তাহলে এর চিকিৎসা করা হবে দুঃসাধ্য ব্যাপার। এই গবেষণার অন্যতম গবেষক ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের ড. জেনিন আর্লের বলেন, স্তন ক্যান্সারের কোষগুলো যে হাড়েও ছড়াতে পারে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। -বিবিসি
×