ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানি ॥ কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিরাপত্তাকর্মীর কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০৪, ২৮ মে ২০১৫

যৌন হয়রানি ॥ কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিরাপত্তাকর্মীর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৭ মে ॥ গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রের নিবাসী কিশোরীদের যৌন হয়রানির দায়ে কেন্দ্রের এক নিরাপত্তাকর্মীকে এক বছর বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তের নাম কাওসার ভুইয়া (৩০)। সে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামের হারিস ভুঁইয়ার ছেলে। গাজীপুরের সহকারী কমিশনার শরিফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ও সমাজ সেবা অধিদফতর পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে কিশোরী উন্নয়ন কেন্দ্রের কয়েকজন নিবাসীকে মারধর ও যৌন হয়রানি করে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী কাওসার। বুধবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান। এসময় বাল্যবিয়ের অভিযোগে আটক ওই কেন্দ্রের কয়েকজন নিবাসী যৌন হয়রানি ও মারধরের বিষয়টি তাদের কাছে প্রকাশ করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় ওই কেন্দ্রের নিরাপত্তাকর্মী অভিযুক্ত কাউসার তার অপরাধের বিষয় আদালতে স্বীকার করে। পরে আদালতের বিচারক স্নিগ্ধা তালুকদার অভিযুক্ত কাওসারকে এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
×