ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে সাংবাদিক জমির আহমেদ স্মরণে শোকসভা

প্রকাশিত: ০৬:২৫, ২৭ মে ২০১৫

যশোরে সাংবাদিক জমির আহমেদ স্মরণে শোকসভা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের প্রবীণ সাংবাদিক এসকেএম জমির আহম্মেদ টুনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সঞ্চালনা করেন সম্পাদক এসএম তৌহিদুর রহমান। শোকসভায় সাংবাদিক এসকেএম জমির আহম্মেদ টুনের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা ও ফকির শওকত, কবি ফখরে আলম, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, মাহবুবুল আলম লাভলু, ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, মনোতোষ বসু, সাজ্জাদ গনি খাঁন রিমন, নূর ইসলাম, মসিউল আযম, আমিরুল ইসলাম রন্টু, মিজানুর রহমান, আব্দুল হাকিম, জাহিদ আহমেদ লিটন, তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল প্রমুখ। নেত্রকোনায় চেয়ারম্যান হত্যার ৫ দিনেও কেউ গ্রেফতার হয়নি ৬ জনের নামে মামলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও মোহনগঞ্জ, ২৬ মে ॥ মোহনগঞ্জ উপজেলার বড়তলি-বানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহাবুবুল আলম রানা হত্যার পাঁচ দিনেও কোন আসামি গ্রেফতার হয়নি। এদিকে তার মৃত্যুর চারদিন পর এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ডুমার পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়-এমবিএ এ্যাসোসিয়েশনের (ডুমা) পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি টিএসসি অডিটরিয়াম এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন উপাচার্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অধ্যাপক ড. সহিদ আখতার হোসেন, প্রো-ভিসি, অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ, অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মদ, প্রেসিডেন্ট, শিক্ষক সমিতি, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, ডিন, বাণিজ্য অনুষদ, ঢাবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমার আজীবন সদস্য ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। -বিজ্ঞপ্তি স্বামীর হাজতবাস খবরে স্ত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ মে ॥ স্বামী মজিবর মল্লিকের জেল-হাজতের খবরে স্ত্রী তিন সন্তানের জননী সালমা বেগম (৩১) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে বিয়োগান্তক ঘটনাটি ঘটে। মজিবর মল্লিকের নিকট আত্মীয় চাঁন মিয়া জানায়, সোমবার সালমা বেগমের স্বামী মজিবর মল্লিক পটুয়াখালীর বিচারিক আদালতে মারামারির একটি মামলায় হাজিরা দিতে গেলে জেল-হাজত হয়। এ খবর স্ত্রী সালমা বেগমের কাছে পৌঁছলে সে হৃদরোগে আক্রান্ত হয়। চট্টগ্রামে গ্রেফতার ১২৫ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীসহ মোট ১২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা মূলে সোমবার রাতে এদের আটক করা হয়।
×