ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্রুতই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি ॥ রাজনাথ সিং

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ মে ২০১৫

দ্রুতই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি ॥ রাজনাথ সিং

জনকণ্ঠ ডেস্ক ॥ দ্রুতই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি হচ্ছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় বহুল আলোচিত চুক্তিটির অনুমোদনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা চান ক্ষমতাসীন বিজেপির এই প্রভাবশালী নেতা। খবর জিনিউজ ও পিটিআই অনলাইনের। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে তিস্তা চুক্তি বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিব এস জয়শংকর বলেন, ভারত-বাংলাদেশের মধ্যেকার তিস্তা চুক্তির বিষয়টি আলোচনায় রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির মুখে বহুল আলোচিত এই চুক্তিটি বাতিল হয়ে যায়। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুকনো মৌসুমে তিস্তার পানি প্রবাহ অনেক কমে আসে। এ সময় বছরে তিস্তা দিয়ে এক হাজারেরও কম কিউসেক পানি প্রবাহিত হয়। অথচ তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ থাকার কথা বছরে পাঁচ হাজার কিউসেক। আগামী ৬ জুন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি।
×