ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি

চাঁপাই-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবি দীর্ঘদিনের

প্রকাশিত: ০৪:২৭, ২৬ মে ২০১৫

চাঁপাই-ঢাকা আন্তঃনগর ট্রেনের দাবি দীর্ঘদিনের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের ১৬ লাখ মানুষের কাছে আন্তঃনগর ট্রেনে চড়ার স্বপ্ন আজও পূরণ হয়নি। যদিও চার বছর আগে ২০১১ সালে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরকালীন ২৩ এপ্রিল জনসভায় জেলাবাসীর দাবির প্রতি সম্মান দেখিয়ে আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুসারে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী-রহনপুর রেলবন্দর এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সেকশনসমূহ পুনর্বাসন প্রকল্প গ্রহণ করে ১৫৬ কোটি টাকা ব্যয়ে ৯২ কিলোমিটার রেলপথের সংস্কার ও রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজ শুরু করে দ্রুত শেষ করে। উদ্দেশ্য ছিল আন্তঃনগর ট্রেন চালানো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রধান ও সূচনা পদক্ষেপ হিসেবে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ ভায়া আমনুরা হয়ে রাজশাহী রুটে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় সাটল ট্রেনের, যা রাজশাহী থেকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের সঙ্গে সংযোগ দেবে। যাতে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকেট কাটা যাত্রীরা সাটল ট্রেনে রাজশাহী গিয়ে ঢাকা যেতে পারেন। একটিমাত্র আন্তঃনগর ট্রেনের সঙ্গে এ ধরনের সংযোগ সাধনকে সাধারণ মানুষ খুবই আগ্রহ করে মেনে নিয়েছিল। তাদের আশা ছিল পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজশাহী থেকে ছাড়া সব আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযোগ দেয়া হবে কিন্তু তা আর হয়নি। একমাত্র ও প্রথম সাটল ট্রেন ব্যবস্থা চালুর পর চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ৭০টি আসন বরাদ্দ থাকলেও কিছু দিনের মধ্যে তা কমিয়ে ৪৪টিতে আনা হয়। পরবর্তীতে অর্থাৎ তৃতীয়বার আবার কমিয়ে শোভনে করা হয় ২৯টি, এসি ৮টি ও কেবিন মাত্র ২টি। কেন বার বার আসন কমানো হলো তার কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। ১৬ লাখ মানুষের এই কয়েকটি আসন দেয়ার কারণে জনমনে দারুণ প্রতিক্রিয়া হয়। ক্ষুব্ধ জনসাধারণ কয়েকবার চাঁপাইনবাবগঞ্জ শহরে এর প্রতিবাদে বিক্ষোভ করলেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। অথচ এ রুটে কোন বাধা বিপত্তি ছাড়াই সরাসরি আন্তঃনগর ট্রেনের দাবি জনগণের দীর্ঘদিনের। প্রধামন্ত্রীর প্রতিশ্রুতির কারণেই সাটল ট্রেনের মাধ্যমে একটিমাত্র আন্তঃনগর ট্রেনের সঙ্গে সংযোগ দিলেও আনুষঙ্গিক সুবিধা প্রদানে রেল কর্তৃপক্ষ চার বছরেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
×