ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবৃদ্ধি দিয়ে অতি দারিদ্র্য নিরসন হবে না

প্রকাশিত: ০৪:১৮, ২৬ মে ২০১৫

প্রবৃদ্ধি দিয়ে অতি দারিদ্র্য নিরসন হবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করলে দেশের অতি দারিদ্র্য নিরসন সম্ভব নয় বলে মনে করে ১৪টি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও)। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অতি দারিদ্র্য অবসানে বাজেট বরাদ্দের’ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মতামত জানায় বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো। অতি দারিদ্র্য নিরসন সম্ভব না হলে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত করার সরকারী পরিকল্পণাটি হুমকির মুখে পড়বে বলেও সংবাদ সম্মেলনে মত প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনÑ অক্সফামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফরোজ মহল। লিখিত বক্তব্যে তিনি বলেন, অতি দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজনীয় হলেও, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে অতি দারিদ্র্য নিরসন সম্ভব নয়। এই অতি দারিদ্র্য সমস্যার সমাধান না করা গেলে বর্তমান সরকারের রূপকল্প-২০২১ হুমকির মুখে পড়বে। এজন্য অতি দারিদ্র্য নিরসনে সরকারের কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন। সংবাদ সম্মেলনে কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, এনজিও এবং সরকারী প্রতিষ্ঠানগুলো যদি যৌথ প্রচেষ্টায় কাজ করে তবে অতি দরিদ্র্যদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন, জিডিপির অতিরিক্ত এক শতাংশ প্রতি অর্থবছরের জাতীয় বাজেটের অতি দারিদ্র্য নিরসনে বরাদ্দ থাকতে হবে। এটি কম পক্ষে আগামী ৫ বছরে একই অনুপাতে অব্যাহত রাখতে হবে।
×