ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুহা আনাদিলের এ্যালবাম ‘ছোট্ট পাখি’

প্রকাশিত: ০৫:০৬, ২৫ মে ২০১৫

সুহা আনাদিলের এ্যালবাম ‘ছোট্ট পাখি’

স্টাফ রিপোর্টার ॥ শিশুশিল্পী সুহা আনাদিল চৌধুরী। ২০১৩ সালে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজিত ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় তৃতীয় এবং গুলশান ইয়ুথ ক্লাবের ২০১৪ এবং ২০১৫ সালের প্রতিযোগিতায় যখন সেরা শিল্পীর পুরস্কার অর্জন সবার দৃষ্টি আকর্ষণ করে। এরই ধারাবাহিকতায় শিশুশিল্পী সুহার একক এ্যালবাম সম্প্রতি প্রকৃতি এন্টারটেইনমেন্টে ব্যানারে বাজারে এসেছে। শিশুশিল্পী সুহা আনাদিলের প্রথম এ্যালবামের নাম ‘ছোট্টো পাখি’ ‘মা’সহ অসাধারণ নয়টি গান দিয়ে সাজানো ‘ছোট্টো পাখি’। অন্য গানগুলোর শিরোনাম হলো পাখি, খেলা, বাবা, বৃষ্টি, এক দুই তিন, দেশ, মুক্ত পতাকা এবং ইচ্ছে। এ্যালবামের কাভার ডিজাইন করেছেন খ্যাতিমান শিল্পী ও আলোকচিত্রী বোরহান আহমেদ ব্রিহান। এ এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য শিল্পী সামিনা চৌধুরী এবং মাইলস ব্যান্ডের তারকা শাফিন আহমেদ।
×