ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় কবির স্মরণে আয়োজন

প্রকাশিত: ০৫:০৬, ২৫ মে ২০১৫

জাতীয় কবির স্মরণে আয়োজন

বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িক এই কবি ১৯৭১ সালে মহান স্বাধীনতাকামী মানুষের সংগ্রামে ছিলেন অনুপ্রেরণা। আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জয়ন্তী। এই বিশেষ দিন উপলক্ষে দেশের বিভিন্ন সংগঠন ও সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেল ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠামালা প্রচার করবে। নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজন নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছেন সাজু আহমেদ। নজরুল মেলা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে চ্যানেল প্রাঙ্গণ থেকে আজ বেলা ১১-০৫ মিনিটে শুরু হবে এবি ব্যাংক চ্যানেল আই নজরুল মেলা। পরিচালনা করবেন আমীরুল ইসলাম এবং শহিদুল আলম সাচ্চু। জাতীয় কবিকে ঘিরে এই মেলায় থাকবে চ্যানেল আই প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চ থেকে নজরুল সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি, নজরুল সাহিত্য পাঠ, নজরুল গ্রন্থ প্রদর্শনী, নজরুলের পোস্টার প্রদর্শনী, নজরুল স্মৃতিচারণ, নৃত্য, নৃত্যনাট্য ইত্যাদি এবং নজরুল মেলা ১৫ আজীবন সম্মাননা প্রদান পর্ব। এ বছর সম্মাননা পাচ্ছেন সঙ্গীতজ্ঞ খালিদ হোসেন এবং নজরুল গবেষণা প্রতিষ্ঠান তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিশেষ নাটক : নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’। কাজী নজরুল ইসলামের ‘নিশীথ প্রীতম’ কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন- সুবর্ণা মোস্তাফা, মাজনুন মিজান, সোহানা সাবা, শাহেদ আলী সুজন প্রমুখ। এনটিভিতে দুপুর ১২-২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। নজরুল জয়ন্তী উপলক্ষে আজ রাত ৭- ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘রাক্ষুসী’। মহিউদ্দীন আহ্মেদের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চম্পা, ফজলুর রহমান বাবু, প্রসূন আযাদ, সাবিহা জামান প্রমুখ। একুশে টেলিভিশনে আজ সকাল ৯-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মেহের নেগার’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মমসহ অনেকে। এছাড়া একই চ্যানেলে আজ রাত ১০-১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘নীল কণ্ঠ’। আশরাফী মিঠুর পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, মোনালিসাসহ অনেকে। এসএ টেলিভিশনে আজ বিকেল ৪টায় প্রচার হবে বিশেষ নাটক ‘মানসী’। নজরুলের গল্প অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, অপূর্ব, দিলারা জামান, আল মনসুর। মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭-৪০ মিনিটে প্রচার হবে নজরুলের গল্প অবলম্বনে নাটক ‘শিউলিমালা’। রেহমান খালিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সাঈদ বাবু, ভাবনা প্রমুখ। বাংলাভিশনে রাত ৮-১৫ মিনিটে প্রচার হবে কাজী নজরুলের একক নাটিকা ‘শিল্পী’। কাজী নজরুলের নাটক ‘শিল্পী’ থেকে এই চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ। এতে একক অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আমার আপনার চেয়ে আপন : নজরুল জয়স্তী উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছে ‘আমার আপনার চেয়ে আপন’ শীর্ষক এক বিশেষ মিউজিক্যাল লাইভ অনুষ্ঠানের। এতে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা এবং সুমন চৌধুরী। দেবলীনা সুরের উপস্থাপনা এবং সুমনা সিদ্দিকীর প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হবে আজ সোমবার রাত ৯-৪৫ মিনিটে। মনে পড়ে আজ : এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনে পড়ে আজ’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারি, সুজিত মোস্তাফা এবং তানিয়া নাহিদ। আবৃত্তি করেছেন মনিরুল ইসলাম। রুকসানা কবীর কাকলীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। সঙ্গীতানুষ্ঠান আজ সোমবার রাত ১১টায় প্রচার হবে। বিদ্রোহীর জীবনালেখ্য : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনালেখ্য নির্ভর তথ্যচিত্র। তথ্যচিত্রে একজন উপস্থাপকের বর্ণনায় উঠে আসবে কবির জীবনের শৈশব, সৈনিক জীবন, সাহিত্য জীবনের চিত্র। এসব জীবনের সংবেদন অভিনয় শৈলীর মাধ্যমে জীবনের বিষয়ে বিশেষজ্ঞের মতে নজরুলের বিভিন্ন দিকের বর্ণনা এবং বিশ্লেষণ থাকবে ভয়েস ওভারে নজরুলের কবিতা ও জীবন বন্দনা। মূলত- আমরা নজরুলে জীবনের কখনও প্রতিবাদী, কখনও দেশপ্রেমিক, কখনও জন্মদাত্রী নারীর রূপের পাগল, কখনও প্রেমী ঘাত প্রতিঘাত জীবন সংগ্রামীরূপে ভিডিও চিত্র এবং উপস্থাপিকার উপস্থাপনা ও নজরুল বিশ্লেষকদের বর্ণনায় ভিডিও চিত্রে তুলে ধরা হয়েছে। উপস্থাপনায় ফারহানা লিটা। বিশ্লেষক ডক্টর রফিকুল ইসলাম, খিলখিল কাজী, নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হাসান। প্রযোজনায় খন্দকার শাহাদাত হোসেন (সুজন)। অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচার হবে আজ সকাল ১০-৩০ মিনিটে। অন্তরে তুমি আছো চিরদিন : নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে আজ সন্ধ্যা ৬-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন- খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান। খুঁজি তারে আমি আপনায় : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর একক সঙ্গীতানুষ্ঠান ‘খুঁজি তারে আমি আপনায়’ প্রচার হবে বাংলাভিশনে আজ বিকেল ৫-২০ মিনিটে। অনুষ্ঠানে ফাহমিদা নবী শোনাবেন ‘আমার আপনার চেয়ে আপন যেজন’, ‘আবার ভালোবাসার স্বাদ জাগে’, ‘আমার যাবার সময় হলো’, ‘সুরে ও বাণীর মালা দিলে তুমি’, ‘যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই’ শিরোনামে গানগুলো। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা। বাংলা গানের উৎসব : মাছরাঙা টিভিতে আজ বিকেল ৩টায় প্রচার হবে দুই বাংলার শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে নজরুল সঙ্গীতের আয়োজন ‘বাংলা গানের উৎসব’। এতে গান পরিবেশন করবেন প-িত অজয় চক্রবর্তী, ইয়াকুব আলী খান, ফারহানা রহমান, সন্দীপ ভট্টাচার্য, সুচেতা গঙ্গোপাধ্যায়, ইফফাত আরা দেওয়ান, বিদূষী কৌশিকী দেশিকান, ব্রজেশ্বর মুখোপাধ্যায়, শারমিন সাথী ইসলাম প্রমুখ। এছাড়া নজরুলের গল্প নিয়ে মুস্তাফা মনোয়ারের পাপেট শো প্রচার হবে বিকেল ৫-০২ মিনিটে।
×