ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৬, ২৫ মে ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. ভুল প্রধানত কত প্রকার? ক) পাঁচ প্রকার খ) চার প্রকার গ) তিন প্রকার ঘ) দুই প্রকার ২. নিচের কোনটি কারবারি লেনদেন? ক) মি. রফিক ৫০.০০০ টাকা মূলধন বিনিয়োগ করেন খ) তিনি ব্যবসায়ের জন্য ১,০০০ টাকায় একটি দোকান ভাড়া নেন গ) আরিফকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় ঘ) মূল্য তালিকা পাঠানোর ফরমায়েশ পাওয়া গেল ৩. ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি করা হয়? ক) ১ম ধাপে খ) ৬ষ্ঠ ধাপে গ) ৭ম ধাপে ঘ) ১০ম ধাপে ৪. সেনটেক্স লি. তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে- ক) মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল খ) মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল গ) মোট দায় ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল ঘ) মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস পেল ৫. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট অর্থের পরিমাণ সমান হলে কোন ধরনের উদ্বৃত্ত হয়? ক) ডেবিট খ) ক্রেডিট গ) শূণ্য ঘ) ডেবিট ও ক্রেডিট ৬. যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের- ক) লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব খ) সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব গ) সম্পদ বৃদ্ধি করা সম্ভব ঘ) ব্যয় কমানো সম্ভব ৭. নিচের কোনটির নামে কোনো হিসাব রাখা হয় না- র. পণ্য রর. মাল ররর. চেক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৮. ‘বিক্রিত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে? ক) প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় - সমাপনী মজুদ পণ্য খ) (মোট বিক্রয়-মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য গ) প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত খরচ) - সমাপনী মজুদ পণ্য ঘ) (প্রত্যক্ষ ব্যয় + পরোক্ষ ব্যয়) - সমাপনী মজুদ পণ্য ১০. ডেবিট-ক্রেডিট টাকার কলাম পাশাপাশি হবে কোন ছকে? ক) চলমান জের ছকে খ) হিসাবের ঞ ছকে গ) প্রাথমিক ছকে ঘ) নগদান ছকে ১১. রেওয়ামিলে অনিশ্চিত হিসাব ব্যবহারের কারণ, নিম্নের কী কী হতে পারে? ক) রেওয়ামিলের দুদিকের যোগফল অসমান হলে ভুল খুঁজে বের করতে হবে খ) রেওয়ামিলের দুদিকের যোগফলের পার্থক্যের দ্বারা সাময়িকভাবে যোগফলের সমতা আনতে গ) রেওয়ামিলের দুদিকের যোগফল সমান করতে সাময়িকভাবে একটি স্থায়ী হিসাব ব্যবহার করতে ঘ) পরবর্তীকালে রেওয়ামিলে কোনো ভুল ধরা পড়লে অনিশ্চিত হিসাব ব্যবহার করতে হবে ১২. ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দুইঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে? ক) ডেবিট দিকে নগদ কলামে খ) ডেবিট দিকে ব্যাংক কলামে গ) ক্রেডিট দিকে নগদ কলামে ঘ) ক্রেডিট দিকে ব্যাংক কলামে ১৩. কোনটি বিক্রয় জাবেদায় লেখা হয়? ক) নগদে বিক্রয় খ) ধারে পণ্য বিক্রয় গ) ধারে বিক্রয় ঘ) সকল বিক্রয় ১৪. ডেবিট নোট ব্যবহৃত হয়- ক) ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে খ) ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য গ) নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ঘ) নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য ১৫. কোনটি অনিয়মিত আয়? ক) প্রাপ্ত বাট্টা খ) মাল বিক্রয় গ) প্রাপ্ত কমিশন ঘ) কোন সম্পত্তি বিক্রির অর্থ ১৬. ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর থাকে? ক) তিন জনের খ) চার জনের গ) দুই জনের ঘ) এক জনের ১৭. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না? ক) নীতিগত ভুল খ) টাকার অংকের ভুল গ) খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল ঘ) খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল ১৮. মুদ্রার প্রচলন কখন শুরু হয়? ক) পৃথিবীর শুরু থেকে খ) প্রাচীনকালে গ) কালক্রমে ঘ) বর্তমান কালে ১৯. কোনটি হ্রাস পেলে ডেবিট হবে? ক) সম্পদ খ) ব্যয় গ) দায় ঘ) স্থায়ী সম্পদ ২০. নগদ প্রদান জাবেদায় পাওনাদারকে কী করা হয়? ক) ডেবিট খ) ক্রেডিট গ) ডেবিট ও ক্রেডিট ঘ) আনা হয় না ২১. সম্পদ বৃদ্ধি ও হ্রাস পেলে যথাক্রমে কী ঘটবে? ক) ক্রেডিট ও ডেবিট খ) ডেবিট ও ডেবিট গ) ক্রেডিট ও ক্রেডিট ঘ) ডেবিট ও ক্রেডিট ২২. জনাব আকরাম ২০,০০০ টাকা মূলধন বাবদ আনল। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে- র. নগদ রর. মালিকানা স্বত্ব ররর. দায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৩. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন? ক) পরিবারের সদস্যদের খরচ করতে দেয়া হয় না খ) পরিবারের আয় বৃদ্ধি করা হয় গ) পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায় ঘ) পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয় ২৪. একই শ্রেণিভুক্ত হিসাব কোনটি?
×