ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোংরা পানি বাজারজাত করায় চারজনের জেলজরিমানা

প্রকাশিত: ০৯:১২, ২৪ মে ২০১৫

 নোংরা পানি বাজারজাত করায় চারজনের জেলজরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নোংরা পানি বাজারজাতকরণের দায়ে চারজনকে কারাদণ্ডি ও আর্থিক জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করে দেয়া হয়েছে তিনটি কারাখানা। শনিবার র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মোঃ দিদারুল আলমের নেতৃত্বে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান ও বিএসটিআইয়ের কর্মকর্তা মোঃ খালিদ হোসেনের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলগালা করে দেয়া হয়েছে আদাবরের শ্যামলী হাউজিংয়ে রিল্যায়েবল ড্রিংকিং ওয়াটার এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেঁড়িবাঁধ সংলগ্ন অন্তর ড্রিংকিং ওয়াটার ও সুস্বাদ ড্রিংকিং ওয়াটার কারখানা। রিল্যায়েবল ড্রিংকিং ওয়াটার কারখানার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন (২৪) ও অন্তর ড্রিংকিং ওয়াটার কারখানার ব্যবস্থাপক আক্তারুজ্জামানকে ৬ মাসের কারাদ- ও একলাখ টাকা জরিমানা আর সুস্বাদ ড্রিংকিং ওয়াটারের মালিক কলিমুল্লাহ (৩৫) ও ব্যবস্থাপক ইমরান হোসেনকে (২৪) একই সাজা ও অর্থদ- করা হয়।
×