ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ রাতে মেসি-রোনাল্ডোর চমক দেখার অপেক্ষা

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ মে ২০১৫

শেষ রাতে মেসি-রোনাল্ডোর চমক দেখার অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৭ মে আগের মৌসুমের চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সিলোনা। এরপর স্বাভাবিকভাবেই স্প্যানিশ লা লিগার বাকি ম্যাচগুলো নিছক আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে! এরপরও দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথের কারণে এখনও সবার দৃষ্টি আছে লা লিগায়। এই দৃষ্টিরেখা আপাতত শেষ হচ্ছে। কেননা আজ রাতে ২০১৪-১৫ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামছে অংশগ্রহণকারী ২০ দল। তাই তো মৌসুমের শেষের ঘণ্টা বাজারও অপেক্ষা। আজকের ম্যাচের পর লা লিগার পরবর্তী অর্থাৎ ২০১৫-১৬ মৌসুমের অপেক্ষা শুরু হবে। আজ রাতে নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়ন বার্সিলোনার প্রতিপক্ষ ডিপোর্টিভো লা করুনা। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে খেলবেন মেসি, নেইমার, সুয়ারেজরা। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গেটাফে। এ্যাওয়ে ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ লড়বে গ্রানাডার বিরুদ্ধে। মৌসুমের শেষ দিনে অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লেভান্তে-এলচে, আলমেরিয়া-ভ্যালেন্সিয়া, এ্যাথলেটিক বিলবাও-ভিয়ারিয়াল, সেল্টা ডি ভিগো-এস্পানিওল, এইবার-কর্ডোবা, মালাগা-সেভিয়া ও রায়ো ভায়োকানো-রিয়াল সোসিয়েদাদ। রবিবার শেষ হচ্ছে ২০১৪-১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগও। ইতোমধ্যে শিরোপা পুনরুদ্ধার করেছে চেলসি। যে কারণে লা লিগার মতো এখানেও নিয়মরক্ষার ম্যাচ। লা লিগায় ৩৭ ম্যাচ শেষে করেছে সব দল। ৯৩ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শিরোপা নিশ্চিত করেছে বার্সিলোনা। ৮৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া নিশ্চিত হয়েছে রিয়ালেরও। ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় এ্যাটলেটিকো। এবার ঘোষণা দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সিলোনা। এ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ২৩তম লা লিগার শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। পুরো মৌসুমের মতো এই ম্যাচেও সামনে থেকে নেতৃত্ব দেন প্রাণভোমরা লিওনেল মেসি। দলের চ্যাম্পিয়ন হওয়া গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়কই। গত সাত বছরে এটি বার্সার পঞ্চম লা লিগা জয়। স্পেনের ঘরোয়া আসরের সর্বোচ্চ শিরোপা জয়ের পর কাতালানদের লক্ষ্য এখন ট্রেবল জয়। আগামী ৩০ মে ঘরের মাঠে কোপা ডেল রে’র ফাইনালে লুইস এনরিকের দল লড়বে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে। এর এক সপ্তাহ পর বার্লিনে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিরুদ্ধ লড়বে বার্সিলোনা। এই দুটি ফাইনাল জিততে পারলেই ট্রেবল জেতবেন মেসি, নেইমার, সুয়ারেজরা। ভিসেন্টে ক্যালডেরনে ম্যাচটির আগেই নিশ্চিত ছিল জয় পেলে শিরোপা পুনরুদ্ধার হবে বার্সার। যে কারণে কাতালান শিবির আগে থেকেই ঘোষণা দিয়েছিল ম্যাচটি জয়ের! অবশেষে সেটিই হয়। এর ফলে দারুণ প্রতিশোধও নেয়া হয়েছে স্পেনের অন্যতম সফলতম ক্লাবটির। কেননা ঠিক এক বছর আগের ওই দিনেই বার্সিলোনার ঘরের মাঠ ন্যুক্যাম্পে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের হতাশ করে শিরোপা জিতেছিল এ্যাটলেটিকো মাদ্রিদ। এবার সেই এ্যাটলেটিকোকে তাদেরই মাঠে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সা। এর মধ্য দিয়ে এ্যাটলেটিকোর বিরুদ্ধে চলতি মৌসুমে শতভাগ সাফল্যও নিশ্চিত করেছে কাতালানরা। এবারের মৌসুমে সমালোচনার জবাব আগেই দিয়েছেন মেসি। এরপর দিয়েছেন দাঁতভাঙ্গা জবাব। আর্জেন্টাইন জাদুকরের করা গোলেই এ্যাটলেটিকোকে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। এর মধ্য দিয়ে কাতালানদের সাফল্য আরও একবার মেসিময় হয়ে উঠেছে। নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলে বার্সার সাফল্যকে আরও বেগবান করেছেন মেসি। প্রায় প্রতি ম্যাচেই নিজে গোল করেছেন, করিয়েছেন অন্যদের দিয়ে। যে কারণে বার্সিলোনা ফিরেছে স্বরূপে। অথচ মৌসুমের শুরুতে ইনজুরির কারণে কিছুটা পড়তি ফর্ম থাকায় সমালোচকরা মেতে উঠেছিলেন মেসিকে নিয়ে। অনেক বলেছে, মেসি যুগ শেষ! এ রকম অনেক কথাও বলতে শোনা গেছে। তবে এসব কখনই পাত্তা দেননি সাবেক টানা চারবারের ফিফা সেরা ফুটবলার। এগিয়ে গেছেন আপন মহিমায়। যার প্রমাণ আরও একবার রেখেছেন বার্সিলোনাকে লা লিগার চ্যাম্পিয়ন করিয়ে। এর মধ্য দিয়ে সমালোচনার জবাবও দিয়েছেন আরেকবার। আজ মৌসুমের শেষ ম্যাচেও মেসি জাদু দেখার অপেক্ষায় তার অগণিত ভক্ত-সমর্থকরা। ওদিকে রিয়ালের হয়ে রোনাল্ডোও চমক দেখাবেন বলে আশা করছেন তার অনুরাগীরা।
×