ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভূমধ্যসাগরে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ মে ২০১৫

ভূমধ্যসাগরে পরিচ্ছন্নতা অভিযান

টায়ার তোলা হচ্ছে ভূমধ্যসাগর থেকে। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভ্যালিরিয়াস গলফে হুয়ান উপসাগর থেকে তোলা হয়েছে আড়াই হাজার টায়ার। ১৯৮০ এর দশকে কান ও আন্তিবেস শহরের মধ্যবর্তী স্থানে ২৫ হাজার টায়ার ভাসিয়ে তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম প্রাচীর। সময়ের প্রবাহে প্রমাণিত হয়েছে এগুলো সাগরের পানি দূষিত করছে। তাই টায়ারগুলো এখন উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। -এএফপি
×