ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ মে ২০১৫

বিদ্যুত কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের ঝুলে থাকা বিদ্যুত বিভাগের লাভজনক সকল কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বিদ্যুত বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। ওই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে বিদ্যুত বিভাগের সরকারী কোম্পানিগুলোর পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে প্রতিবেদন দেবে। যার ভিত্তিতে কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেবে সরকার। সূত্র জানায়, অর্থ বিভাগ বিদ্যুত বিভাগের কোম্পানিগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে বিদ্যুত বিভাগকে দীর্ঘদিন চাপ সৃষ্টি করছে। পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করে উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করার লক্ষ্যেই এমনটা করা হচ্ছে। তবে বিদ্যুত বিভাগের বিভিন্ন কোম্পানি সরাসারি পুঁজিবাজারে অন্তর্ভুক্তিতে অনীহা প্রকাশ করে আসছে। এজন্য বিগত মহাজোট সরকারের সময় চেষ্টা চালিয়ে কোম্পানিগুলোর পুঁজিবাজারে অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। বৈঠক সূত্র জানায়, পুঁজিবাজারে কোন কোম্পানি এলে ওই শেয়ারের মালিকানা সরকারের পক্ষে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড পেয়ে থাকে। কোম্পানি আইন অনুযায়ী প্রতিটি কোম্পানি পৃথকভাবে পরিচালিত হয়। এজন্য প্রতিটি কোম্পানির একটি পৃথক পরিচালনা পর্ষদ রয়েছে, যার আয়-ব্যয়ের হিসাবও আলাদাভাবে করা হয়। কিন্তু সরকারের পুনর্গঠন পদ্ধতিতে পিডিবিকে কর্পোরেশন করার চিন্তা করা হচ্ছে। সঙ্গত কারণে কোন কোম্পানি শেয়ারবাজারে এলে এর মালিকানা সরকারের পক্ষে পিডিবি পেয়ে থাকে। কোম্পানিগুলো এই মালিকানার ক্ষেত্রে ঘোর আপত্তি তুলছে। শেয়ারের লভ্যাংশও পিডিবিকে প্রদান করতে হয়, যাও মানতে নারাজ কোম্পানিগুলো। প্রধানমন্ত্রীর বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম ছাড়াও বিদ্যুত বিভাগের কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×