ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত প্রীতি হ্যান্ডবল ম্যাচ

প্রকাশিত: ০৩:৫৩, ২২ মে ২০১৫

বাংলাদেশ-ভারত প্রীতি হ্যান্ডবল ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ মে থেকে ‘বাংলাদেশ-ভারত (পুরুষ ও মহিলা)’ ফ্রেন্ডশিপ হ্যান্ডবল ম্যাচ শুরু হবে। ভারত থেকে আগত পশ্চিমবঙ্গ (পুরুষ ও মহিলা) হ্যান্ডবল দল এতে অংশ নেবে। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। মোট ম্যাচ হবে আটটি। বাংলাদেশের পক্ষে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ এবং মহিলা বিভাগের খেলায় বিজেএমসি ও বাংলাদেশ আনসার অংশ নেবে। এই ম্যাচগুলো পরিচালনার জন্য ৬ লাখ ৭৫ হাজার টাকা বাজেট ধার্য করা হয়েছে। এর মধ্যে পৃষ্ঠপোষক বাবদ দ্য এশিয়ান এইজ দুই লাখ টাকা, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ওরিয়েন্ট ব্রেড এক লাখ টাকা প্রদান করবে। অবশিষ্ট অর্থ (দুই লাখ পঁচিশ হাজার টাকা) ফেডারেশন থেকে নির্বাহ করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা সম্পর্কে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ হ্যান্ডবল (পুরুষ) দল বাংলাদেশে সর্বশেষ খেলতে এসেছিল ১৯৮৬ সালে। সেবারও প্রীতি ম্যাচ খেলেছিল তারা। ফাইনালে আজ মুখোমুখি ঢাকা-চট্টগ্রাম ডেভেলপমেন্ট কাপ স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদফতর আয়োজিত দ্বিতীয় ডেভেলপমেন্ট কাপ ফুটবলের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ক্রীড়া পরিদফতরের পরিচালক আবুল হাশেম, সহকারী পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব নাজমুল হাসান লোভন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুর্ধ ১৬ বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় গত বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে চট্টগ্রাম ২-০ গোলে বরিশাল বিভাগকে এবং ঢাকা বিভাগ ২-০ গোলে হারায় খুলনাকে। তৃণমূল পর্যায়ের ফুটবল খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া পরিদফতর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে। অনুর্ধ ১৬ বছরের ছেলেদের বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে সাত বিভাগীয় দল গঠন করছে।
×