ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাস্টমস হয়রানির অভিযোগে মংলা বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ০৬:৩৬, ২১ মে ২০১৫

কাস্টমস হয়রানির অভিযোগে মংলা বন্দরে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কাস্টমস্ হয়রানির অভিযোগে মংলা বন্দরে আমদানি-রফতানি পণ্য সরবরাহ বুধবার থেকে বন্ধ রয়েছে। এদিন সকাল থেকে মংলা কাস্টমস্ ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের কর্মচারীরা কাস্টমস খুলনার কাস্টমস্ হাউসে অবস্থান ধর্মঘট পালন করেছে। একই সঙ্গে একাধিকবার পরীক্ষার নামে হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মংলা কাস্টমস্ ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মংলা কাস্টমস্ কর্র্তৃপক্ষ আমদানি-রফতানিকৃত মালামাল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে অহেতুক হয়রানি করছে। আমদানিকারকরা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরে যে সকল মালামাল ১০ শতাংশ পরীক্ষা করা হয় সেসব পণ্য মংলা বন্দরে শতভাগ নিরীক্ষার নামে চরম হয়রানি করা হচ্ছে। এদিকে হয়রানি বন্ধের দাবিতে সি এ্যান্ড এফ এজেন্টস এ্যাসোসিয়েশনের কর্মচারীরা বুধবার দিনভর মংলা বন্দর কাস্টমস্ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। এদিন মংলা বন্দর থেকে পণ্য সরবরাহ হয়নি।
×