ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে হাল্কা নোটবুক

প্রকাশিত: ০৬:৩০, ২০ মে ২০১৫

সবচেয়ে হাল্কা নোটবুক

৭৭৯ গ্রাম (১.৭ পাউন্ড) ওজনের ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট বিশ্বের সবচেয়ে হাল্কা নোটবুক কম্পিউটার প্রদর্শন করছেন জাপানী অভিনেত্রী এমি। মঙ্গলবার টোকিওতে এক অনুষ্ঠানে এনইসি কোম্পানির তৈরি ‘লেভি হাইব্রিড জিরো’ নোটবুকটি প্রদর্শিত হয় -এএফপি কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৬১ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার ভোরে ভূমিধসের ঘটনায় অন্তত ৬১ জনের প্রাণহানি এবং ৩৭ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। সালগার পৌরসভা এলাকায় ভূমিধসের এ ঘটনার সময়ে বাসিন্দাদের অধিকাংশ ঘুমিয়ে ছিল। খবর এফপির। সালগার মেয়র ওলগা ওসোরিও আরসিএন রেডিওকে বলেন, কাদা পানির তোড়ে পুরো এলাকা ভেসে গেছে। ছোট্ট শহর সান্তা মারগারিটা মানচিত্র থেকে মুছে গেছেই বলা যায়। উদ্ধার অভিযান শুরুর পর মাঝে বিরতি দেয়া হয়। পরে আবার শুরু হয়েছে। প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন এবং স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন। নিলামে আইনস্টাইনের চিঠি ঈশ্বরের অস্তিত্ব, সংক্রান্ত প্রশ্ন সারাজীবন তাড়া করেছে বিজ্ঞানী আইনস্টাইনকে। এসব বিষয় নিয়ে চিঠি লিখতেন নিকটজনদের। এ রকমই কিছু চিঠি নিলামে উঠবে যুক্তরাষ্ট্রে আগামী জুনে। তাঁর ধর্ম ও ঈশ্বর বিষয়ে মতামত নিয়ে গাই এইচ রেনার জুনিয়রকে লেখা চিঠিতে জানিয়েছেন, তিনি নাস্তিক। রেনারকে লেখা চিঠিতে নিজেকে অজ্ঞেয়বাদী বলেন। - আজকাল হ্যালো টুইটার! আমি বারাক... টুইটারে প্রথমবারের মতো এ্যাকউন্ট খুললেন প্রেসিডেন্ট ওবামা। এরপর তিনি লেখেন ‘হ্যালো টুইটার! আমি বারাক। সত্যিই! ছয় বছরে শেষ পর্যন্ত আমার একটি ব্যক্তিগত এ্যাকউন্ট সচল হলো।’ ওবামা তার ওভাল অফিসে বসে প্রথম টুইটটি করেন। এ্যাট দ্য রেট অব সাইনটি লিখে ইংরেজীতে পিওটিইউএস (প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস) লিখলেই চলে আসবে ওবামার টুইটার এ্যাকাউন্ট। ওবামার নাম দিয়ে সার্চ করলেও এ্যাকাউন্টটি চলে আসবে। -এএফপি
×