ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের বর্ষসেরা জো রুট

প্রকাশিত: ০৬:০১, ২০ মে ২০১৫

ইংল্যান্ডের বর্ষসেরা জো রুট

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুম জুড়ে দারুণ পারফর্মেন্সের পুরস্কার পেলেন জো রুট। ‘ব্রিটিশ স্পোর্টস জার্নালিস্টদের’ বিবেচনায় ২০১৪-১৫’ বর্ষের জন্য দেশটির সেরা ক্রিকেটারের মর্যাদা পেলেন ২৪ বছর বয়সী ইয়র্কশায়ার-হিরো। সোমবার রুটকে সেরা ঘোষণা করে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি বর্ষসেরা ইংলিশ নারী ক্রিকেটারের পুরস্কার উঠেছে বর্তমান অধিনায়ক শার্লট এ্যাডওয়ার্ডসের হাতে। তরুণ রুট তার দারুণ অর্জনের কৃতিত্ব দিয়েছেন সদ্যবিদায়ী কোচ পিটার মুরসকে। সার্বিকভাবে ইংল্যান্ড ক্রিকেট দুর্দাশার মধ্য দিয়ে অতিক্রম করলেও ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ সময় পার করছেন প্রতিভাবন রুট। ধারাবাহিকতার প্রতীক হয়ে উঠেছেন ডানহাতি স্টাইলিশ এই ব্যাটসম্যান। গত এক বছরে টেস্টে ৯৫ গড়ে ১১৩৫ রান সংগ্রহ করেন তিনি, রয়েছে তিনটি ১৪৯ বা ততোর্ধ রানের ইনিংস। এ সময় ওয়ানডেতে হাঁকিয়েছেন ৩ সেঞ্চুরি। ঘরে মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দরজায় কড়া নাড়া সিরিজে (২১ মে) এবং গৌরবময় এ্যাশেজ সিরিজের জন্য টেস্টে সহঅধিনায়ক করা হয়েছে রুটকে। যার অর্থ, তার মাঝেই ভবিষ্যত নেতৃত্বের ছায়া দেখছেন ইংলিশরা। জেমস এ্যান্ডারসন, মঈন আলি ও গ্যারি ব্যালান্সের মতো তিন পারফর্মারকে হটিয়ে ই্যংান্ডের বর্ষসেরা ক্রিকেটারের মুকুট ছিনিয়ে নেন রুট। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ১০০তম টেস্ট খেলার পাশাপাশি দেশটির ইতিহাসের সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন পেসার এ্যান্ডারসন। মঈন-ব্যালান্স ছিলেন ‘হট-পারফর্মার’, সেই তাদের হটিয়ে সেরা হন রুট। জাতীয় দলের হয়ে অভিষেক মাত্রই তিন বছর। ২০১২ সালে টেস্ট ও টি২০ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা প্রতিভাবান এই ব্যাটসম্যান, এরই মধ্যে ২৫ টেস্টে ৬ সেঞ্চুরিরর সাহায্যে ঝুলিতে পুড়েছেন ২০৯০ রান। গড় ৫৫। রয়েছে ডাবল সেঞ্চুরির ইনিংস। ৫৪ ওয়ানডেতে রান ১৮০২। ৪০ গড়ে সেঞ্চুরি ৪।
×