ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করলেন ২৮ ফুটবলার

প্রকাশিত: ০৬:০২, ১৯ মে ২০১৫

জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করলেন ২৮ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প সোমবার শুরু হয়েছে। তবে এদিন এনামুল-এমিলিসহ ২৮ ফুটবলার রিপোর্ট করেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে। অন্যরা আজকালের মধ্যে উপস্থিত হবেন বলে জানান ম্যানেজার বাবু। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আগামী ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে ঢাকায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব এবং ২০১৯ সংযুক্ত আরব আমিরাত এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচ দুটি খেলার আগে সিঙ্গাপুর ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্ততি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামবে আগামী ৩০ মে, আর আফগানিস্তানের বিরুদ্ধে ২ জুন। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৪টায়। দুটি ম্যাচই পাবে ফিফার স্বীকৃতি। বাংলাদেশ জাতীয় দলের ডাচ্ কোচ লোডভিক ডি ক্র্ইুফ ৩২ ফুটবলার চূড়ান্ত করেন প্রাথমিক স্কোয়াড। ডাক পাওয়া ৩২ জনের মধ্যে সর্বাধিক ১৫ জনই হচ্ছেন শেখ জামাল ধানম-ি ক্লাবের। এ ছাড়া ঢাকা আবাহনীর ৬, শেখ রাসেলের ৫, মোহামেডানের ৩, টিম বিজেএমসির ১, মুক্তিযোদ্ধা সংসদের ১ এবং জার্মান প্রবাসী ১ ফুটবলার আছেন। চলমান লীগের প্রথম লেগের খেলা শেষ করেছেন যেসব খেলোয়াড় তারা ক্যাম্পে অবস্থান করবেন। আর যাদের খেলা চলছে তারা নির্ধারিত ম্যাচে অংশ নিয়ে ক্যাম্পে যোগ দেবেন। এভাবে সপ্তাহখানেক বাফুফেতে অবস্থানের পর পূর্ণাঙ্গ ক্যাম্প, প্রশিক্ষণ শুরু হবে। ২২ মে পেশাদার লীগের প্রথম লেগ শেষ হবে। এ ছাড়াও অনুশীলন ভেন্যু হিসেবে সিলেট, দিনাজপুর ও খুলনার কথাও ভাবছে বাফুফে। প্রিমিয়ার ফুটবলের দ্বিতীয় পর্ব ২০ জুন শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর’ বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় লেগের খেলা আগামী ২০ জুন হতে শুরু হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে পরিদর্শন করার পর। সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাফুফের সম্মেলন কক্ষে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে লীগের দ্বিতীয় মেয়াদের রেজিস্ট্রেশন ৩০ মে থেকে ১৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৪-১৫ মৌসুমের বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ফুটবল আসরে ১০ দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। দলগুলো হচ্ছে উত্তর বারিধারা ক্লাব, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, মতিঝিল টিএ্যান্ডটি ক্লাব, বাসাবো তরুণ সংঘ, পুলিশ এসি ও বাফুফে ফুটবল একাডেমি। এ লীগের দলবদল ও খেলা শুরুর তারিখ পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে।
×