ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পারলেন না শ্যালি

প্রকাশিত: ০৬:০০, ১৯ মে ২০১৫

পারলেন না শ্যালি

স্পোর্টস রিপোর্টার ॥ সবার নজর ছিল তার দিকে। কারণ দীর্ঘদিন পর ১০০ মিটারে ফিরছেন শ্যালি এ্যান ফ্রেজার প্রাইস। সাংহাই ডায়মন্ড লীগ দিয়ে আবারও এ ইভেন্টে ফেরেন তিনি রবিবার। কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ২৮ বছর বয়সী এ জ্যামাইকান মহিলা স্প্রিন্টার হয়েছেন পঞ্চম। তবে পুরুষদের ১১০ মিটার হার্ডেলসে দারুণ প্রত্যাবর্তন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ডেভিড অলিভারের। চরম প্রতিপক্ষ এরিস মেরিট ও জেসন রিচার্ডসনকে পেছনে ফেলে জিতেছেন ৩৩ বছর বয়সী এ হার্ডলার। জ্যামাইকান মহিলা স্প্রিন্টার শ্যালি দু’বার ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। চলতি মৌসুমে কোন ১০০ মিটারের ইভেন্টে অংশ নেননি তিনি। এ বছর সাংহাই ডায়মন্ড লীগ দিয়ে প্রথমবারের মতো আবার ফেরেন শ্যালি। কিন্তু তাকে হতাশ হতে হলো, হতাশ হয়েছেন তার ভক্ত-সমর্থকরাও। ১০০ মিটারে জেতে যান নাইজিরিয়ার ব্লেসিং ওকাগবারে। শ্যালির স্বদেশী প্রতিপক্ষ ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউনও আলো ছড়াতে পারেননি। তিনি হতে পেরেছেন চতুর্থ। হতাশাজনক এ নৈপুণ্যের পরও শ্যালি বলেন, ‘অনুভূতি ঠিক আছে। আমি এখন পরবর্তী রেসের প্রতি মনোযোগী হব। যা হওয়ার তা হবেই।’ অবশ্য নিজেকে ফিরে পাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে শ্যালির। আগস্টে বেজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপস আসরের প্রতিযোগিতায় নামার আগে প্রায় তিন মাস সময় পাবেন নিজেকে ফিরে পাওয়ার জন্য। ১০০ মিটারে অনিয়মিত হলেও ২০০ মিটারে তিনি সবসময়ই দৌড়াতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ২০১৩ সালের পর সেই ইভেন্টে নিজের অনেক উন্নতিও করেছেন। গত সপ্তাহে দেশের মাটিতে দারুণ সাফল্যও পেয়েছেন। এবার শ্যালির লড়াই ১০০ মিটারেও নিজের পুরনো ছন্দ খুঁজে পাওয়ার। গতবার সাংহাই মিটের লংজাম্প ও ২০০ মিটারে জয়ী ওকাগবারে এবার ১০০ মিটারে জেতে দারুণ খুশি। যুক্তরাষ্ট্রের হার্ডলার অলিভার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। পুরুষদের ১১০ মিটার হার্ডেলস দেখতে উপস্থিত ছিলেন চীনের সাবেক অলিম্পিক স্বর্ণজয়ী হার্ডলার লিউ জিয়াং। তিনিও অলিভারের উদ্ভাসিত পারফর্মেন্স দেখলেন। অবশ্য দৌড়ের সময় চার ব্যারিয়ারে পা ছুঁয়ে গেলেও সবার আগে শেষ করেছেন তিনি। সময় নিয়েছেন ১৩.১৭ সেকেন্ড। মৌসুমের সেরা টাইমিং এটি। কিউবার অরল্যান্ডো ওরটেগা দ্বিতীয় এবং অলিম্পিক বিজয়ী বিশ্বরেকর্ডধারী মেরিট হয়েছেন তৃতীয়। জয়ের পর অলিভার বলেন, যদিও এটা মৌসুমের সেরা টাইমিং, তবে এরচেয়েও দ্রুত দৌড়তে পারি।
×