ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা

প্রকাশিত: ০৫:২১, ১৮ মে ২০১৫

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। রবিবার ফাইনালে কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন তিনি। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা এদিন ৪-৬, ৭-৫ এবং ৬-১ গেমে দশম বাছাই সুয়ারেজ নাভারোকে হারিয়ে তৃতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বাদ পান। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। এর পরের সময়টা মোটেই ভাল কাটছিল না তার। চোট আর ফর্মহীনতার সঙ্গে নিয়মিতই লড়াই করতে হয়েছে তাকে। তবে কখনই নুয়ে পড়েননি তিনি। দুই সপ্তাহ আগে রোম মাস্টার্সেও নিষ্প্রভ ছিলেন ২৮ বছর এই টেনিস খেলোয়াড়। কিন্তু ইতালিয়ান ওপেনেই স্বরূপে ফিরলেন শারাপোভা। শিরোপার লড়াইয়ে স্পেনের দশম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের সেমিফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন নাভারো। কিন্তু শেষ পর্যন্ত শারাপোভার কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো স্প্যানিশ এই টেনিস তারকার। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। মেজর এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন শুরুর ঠিক আগে ইতালিয়ান ওপেনের শিরোপা জেতায় দারুণ উচ্ছ্বাসিত মাশা। সেই সঙ্গে ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নামবেন টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। এদিকে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বৈতে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস জুটি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেন সানিয়া-হিঙ্গিস জুটি। সেমিফাইনালে ক্যারোলিনা গার্সিয়া ও ক্যাটারিনা সেরেবোটনিককে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেন। সেই সঙ্গে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন টেনিসের ডাবলসের অন্যতম জনপ্রিয় এই জুটি।
×