ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে জাতীয় পার্টির দুই গ্রুপে সংঘর্ষ আহত তিন

প্রকাশিত: ০৪:৩০, ১৮ মে ২০১৫

সিলেটে জাতীয় পার্টির দুই গ্রুপে সংঘর্ষ  আহত তিন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সঙ্গে সিলেট জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, শনিবার রাতে মসিউর রহমান রাঙ্গার সঙ্গে সিলেট জেলা জাতীয় পাটির মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য রাখেন। উপজেলা নেতৃবৃন্দের মধ্যে সর্বশেষ বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়ক আরশ আলী বাবলু। তিনি তার বক্তব্যে বিশ্বনাথ উপজেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এরপর রাত ১০টার দিকে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। মতবিনিময় সভাশেষে সবাই বের হয়ে যাবার সময় সার্কিট হাউসের গেটের সামনে সংসদ সদস্য এহিয়া চৌধুরীর অনুসারী ১০/১২ নেতাকর্মী আরশ আলী বাবলুর ওপর হামলা চালান।
×