ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাঙ্গালুরু-দিল্লী ও হায়দরাবাদ-মুম্বাই ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:০৪, ১৭ মে ২০১৫

ব্যাঙ্গালুরু-দিল্লী ও হায়দরাবাদ-মুম্বাই ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের মতো জমাট গ্রুপপর্ব আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) আগে কখনও দেখেনি। ১৪টি ম্যাচের ১৩টি করে খেলা শেষ হওয়ার পরও শেষ চারের লাইনআপ নিশ্চিত নয়, সত্যি অভাবনীয়! রাজস্থান রয়্যালসের একচেটিয়া দাপটের পতন, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের অবিশ্বাস্য ‘ইউটার্ন’ আরও আকর্ষণীয় ঘটনা এ পর্যায়ে গ্রুপপর্বে তৈরি করেছে নাটকীয় সমাপ্তির মঞ্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-দিল্লী ডেয়ারডেভিলস ও হায়দরাবাদ-মুম্বাই ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে সেই নাটকের। অবস্থা যা, তাতে শেষ দিনের লড়াই তিন দলের জন্যই ‘ডু অর ডাই’! ৮ ও ১০টি করে ম্যাচে হেরে এরই মধ্যে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে দিল্লী ও কিংস ইলেভেন পাঞ্জাবের। বাকি ছয় দলের মধ্যে হচ্ছে শেষ চারের টিকেটের লড়াই। শনিবারের দুই ম্যাচ (পাঞ্জাব-চেন্নাই, রাজস্থান-কলকাতা) থেকে ইতোমধ্যে একাধিক দলের ভাগ্যও নির্ধারণ হয়ে গেছে। হায়দরাবাদ-মুম্বাইয়ের মধ্যকার আজকের দ্বিতীয় ম্যাচটির দিকে দৃষ্টি বেশি থাকবে। ৭ জয়ে সমান ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে দল দুটি। সুতরাং দুই দলের জন্যই আজ সমীকরণ ‘এক’Ñ জিতলে শেষ চার, হারলে বিদায়! আসরের প্রথম ভাগে তলানিতে থাকা মুম্বাইর ঘুরে দাঁড়ানোটা সত্যি দর্শনীয়। শেষ ভাগে এসে দুর্দান্ত ক্রিকেট খেলছে রোহিত শর্মার দল। শেষ ছয় ম্যাচে টানা জয়ের পথে তারা হারিয়েছে রাজস্থান, পাঞ্জাব, দিল্লী, চেন্নাই, ব্যাঙ্গালুরু ও কলকাতাকে! তার মধ্যে দুর্ধর্ষ চেন্নাই ও কলকাতার বিপক্ষে সাফল্য রোহিত বাহিনীর জন্য বাড়তি অনুপ্রেরণা। আগের ম্যাচে কলকাতার বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পায় তারা। ভাল খেলছে প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদও। নিজেদের আগের খেলায় ব্যাঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হারের আগে রাজস্থান ও পাঞ্জাবকে ধরাশায়ী করে তারা। দিনের প্রথম ম্যাচটি আগেই টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া দিল্লীর জন্য যেমন গুরুত্বহীন, তেমনি প্রতিপক্ষ ব্যাঙ্গালুরুর জন্য ‘মহাগুরুত্বপূর্ণ’। জিতলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির দল পেয়ে যাবে নিরঙ্কুশ টিকেট। হারলেও সুযোগ থাকবে, তবে সমীকরণে পড়ে যেতে হবে। নিজেদের শেষ বৃষ্টিবিঘিœত ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে চাঙ্গা কোহলি বাহিনী। দুই দফা বৃষ্টিতে প্রথমে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ১৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৩২ বলে ৫২) ও ময়েস হেনরিকস (২২ বলে ৫৭) খেলেন দুটি দুরন্ত হাফ সেঞ্চুরির ইনিংস। ৬ ওভারে ব্যাঙ্গালুরুর সামনে ৮১ রানের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারিত হয়। ক্রিস গেইল (১০ বলে ৩৫) ও বিরাট কোহলির (১৯ বলে ৪৪*) ব্যাটিং তা-বে ১ বল ও ৬ উইকেট হাতে রেখেই তা টপকে (৮৩/৪) যায় তারা। ম্যাচ সেরা হন কোহলি।
×