ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বপ্নের গান গাইতে চাই : ফারাবি

প্রকাশিত: ০৪:০৫, ১৭ মে ২০১৫

স্বপ্নের গান গাইতে চাই : ফারাবি

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সঙ্গীত নিয়ে ব্যস্ত সম্ভাবনাময় এক সঙ্গীতশিল্পী ফারাবি। ছোটবেলা থেকেই গানের প্রতিই অপার ভাল লাগা। খুব ছোট বেলায় ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখান থেকে পাঁচ বছরের কোর্স শেষ করেন। এরপর নজরুল, রবীন্দ্র ও উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন। এখান তিনি বেঙ্গল ফাউন্ডেশনের স্কলারশিপ পেয়ে নিয়মিত উচ্চাঙ্গ সঙ্গীত শিখছেন। ছোটবেলা থেকে মা-বাবার উৎসাহ ও নিজের ভাল লাগা থেকে তিনি বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতেন। এসব বিভিন্ন প্রতিযোগিতা থেকে তার পাওয়া পুরস্কারের সংখ্যা অনেক। এখন ফারাবি চলচ্চিত্রে প্লেব্যাক ও অডিও এ্যালবাম দুমাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। তবে চলচ্চিত্রের চেয়ে অডিও ব্যস্ততা একটু বেশি। ইতোমধ্যে তার গাওয়া কয়েকটি গান তার শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রাকিবের সঙ্গে সাত পাকের জীবন, তৈাসিফের সঙ্গে এ বুকেতে কেউ থাকে না, ইলিয়াস হোসেনের সঙ্গে হৃদয় পুড়ে যায় শীর্ষক গান অন্যতম। তার প্রথম মৈালিক গান ‘হৃদয় মিক্সড-৩’ এ্যালবাম আসে এবং গানটি তখন আলোচনায় আসে। ফারাবি এ্যালবামের গানের পাশাপাশি স্টেজে শো নিয়েও তার ব্যস্ততার কমতি নেই। ফারাবি ২০০৬ সালে ক্লোজআপওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা সাতে ছিলেন। টেলিভিশনে গানের লাইভ অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মতো। ফারাবি বিভিন্ন বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। তিনি এখন পর্যন্ত কয়েকটি মিশ্র এ্যালবামের কাজও করেছেন। চলচ্চিত্র প্লেব্যাক করা প্রসঙ্গে ফারাবি বলেন, চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করার ইচ্ছে আছে আমার। তবে আমি ভাল গল্পের ভাল গানের চলচ্চিত্রে কাজ করতে চাই। ফারাবি বলেন, স্বপ্ন ভাল কিছু গান গাইতে চাই। আমি চাই আমার শ্রোতারা আমাকে নিজের গানে চিনবে। আমি এ্যালবামে যেভাবে গান করি শ্রোতারা আমাকে ঠিক সেভাবে লাইভে পাবে। আমি সকলের দোয়া ও ভালবাসা চাই যেন ভাল বাংলা করতে পারি এবং সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে পারি। প্রসঙ্গত, ফারবির প্রথম সলো এ্যালবাম বাজারে আসে ২০১৪ সালে ‘মন বোঝে না’ নামে সিডি চয়েসের ব্যানারে। এছাড়া তার অনেক মিশ্র এ্যালবাম বাজারে আছে।
×