ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে, আওয়ামী লীগ করে উন্নয়ন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৪, ১৬ মে ২০১৫

বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে, আওয়ামী লীগ করে উন্নয়ন ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৫ মে ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনার সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। জোট সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে তা আবার চালু করে। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা জনগণের হাতের মুঠোয় নিয়ে এসেছে। বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোট জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে হত্যার মাধ্যমে দেশের ক্ষতি করে যাচ্ছে আর আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার দাউদকান্দির মালীগাঁও ইউনিয়নের মালীগাঁও গ্রামে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল মোঃ ইকবাল করিম ভূঁইয়া, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডাঃ দ্বীন মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জি. আব্দুস সালামসহ সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হেলিকপ্টারে দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান। এ সময় সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। পরে গাড়িতে করে তিনি সেনাপ্রধানের বাড়ি মালীগাঁও পৌঁছান। সেখানে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন শেষে মন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন।
×