ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘টেলিসিনে এ্যাওয়ার্ড’ পেলেন বেলাল খান

প্রকাশিত: ০৬:৪২, ১৪ মে ২০১৫

‘টেলিসিনে এ্যাওয়ার্ড’ পেলেন বেলাল খান

সংস্কৃতি ডেস্ক ॥ টেলিসিনে সোসাইটির আয়োজনে গত ১৩ বছর ধরে টালিগঞ্জের চলচ্চিত্র ও টিভি শাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে। তবে এতদিন ‘টেলিসিনে এ্যাওয়ার্ড’-এ বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ ছিল না। এবারই প্রথমবারের মতো বিশেষ পুরস্কার দেয়া হলো বাংলাদেশের শিল্পীদের। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত টেলিসিনে এ্যাওয়ার্ড পেয়েছেন এ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বেলাল খান। ১০ মে সন্ধ্যায় কলকাতায় বেলাল খান এ পুরস্কার গ্রহণ করেন। এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিসিনে সোসাইটির চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গের মন্ত্রী অরুপ বিশ্বাস। এছাড়া বেলাল খানকে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের ‘ইস্টিশন’ গানটির জন্য পুরস্কার দেয়া হয়। পুরস্কার পাওয়ায় বেলাল খান বলেন, অনেক বেশি ভাল লাগছে।
×