ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন ধারাবাহিকে শর্মীমালা

প্রকাশিত: ০৬:৪০, ১৪ মে ২০১৫

নতুন ধারাবাহিকে শর্মীমালা

স্টাফ রিপোর্টার ॥ গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর থেকে অভিনয়ে শর্মীমালার ব্যস্ততা একটু বেড়েই গেছে। এরইমধ্যে শুভাশীষ সিনহার রচনায় ও ফরিদের পরিচালনায় এনটিভির জন্য নতুন ধারাবাহিক ‘পাগলা হাওয়ার দিন’ নাটকে অভিনয় করছেন তিনি। এতে তিনি শমী চরিত্রে অভিনয় করছেন। শর্মীমালা বলেন, ‘আমি চেষ্টা করছি একটু ভাল কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে। সেই হিসেবে পাগলা হাওয়ার দিন অনেক ভাল একটি গল্প। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আশা করি নাটকটি প্রচারে এলে দর্শকের ভাললাগবে। এদিকে শর্মীমালা অভিনীত আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ এবং শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্র দুটি চলতি বছরেই মুক্তি পাবে। শর্মীমালা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’। এদিকে আফসানা মিমি পরিচালিত এটিএন বাংলায় প্রচার হচ্ছে ‘সাতটি তারার তিমির’র ধারাবাহিক নাটক। এতেও অভিনয় করছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায় তথ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’ (নদী বিষয়ক তথ্যচিত্র)-এ অভিনয় করেছেন তিনি। একজন অভিনেত্রী হিসেবেই শর্মীমালা নিজেকে ব্যস্ত রাখতে চান। এদিকে শিল্পকলা একাডেমিতে রেস্টুরেন্ট ‘হেঁশেল’ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন শর্মীমালা। ছোটবেলায় খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। কিন্তু ২০০৬ সালে প্রাচ্যনাটে যখন অভিনয়ে স্কুলিংয়ে জন্য ভর্তি হলেন তখন আজাদ আবুল কালামকে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হলেন। তিনি অনুভব করলেন যে অভিনয়ই তার আসল জায়গা। তাই পরবর্তীতে একমাস পর একই বছরে পালাকারে ভর্তি হন। সেই থেকে পালাকারের সঙ্গেই আছেন তিনি। এখন পর্যন্ত দশটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভি নাটকে শর্মীমালার অভিষেক হয় আমিনুর রহমান মুকুলে নির্দেশনায় ‘বকুল ফুল’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর আমি খুব বেশি নাটকে যে অভিনয় করেছেন তা নয়। শর্মীমালা অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ছিল গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’।
×