ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৬:২৪, ১৩ মে ২০১৫

৫ দিন পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা ৫ দিনের সূচকের উর্ধমুখী প্রবণতার পর মঙ্গলবার দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। অল্প দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণেই প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির দর কমেছে। দর হারানোর কারণে উভয় বাজারেই লেনদেনও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেন শুরুর কিছু সময় পরই এক শ্রেণীর বিনিয়োগকারীর মুনাফা তোলার প্রবণতা দেখা দেয়। যার কারণে বাজারে লেনদেনও কমতে থাকে। মঙ্গলবার ডিএসইতে ৫৫৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৭১ লাখ। এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে ৪২ কোটি ৩১ লাখ টাকার বা ৭ শতাংশ। সারাদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি, কমেছে ১৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি শেয়ারের দর। সকালে ইতিবাচক প্রবণতা থাকলেও দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, আরএকে সিরামিকস, বেক্সিমকো, ইফাদ অটোস, এসিআই ফরমুলেশনস, এনবিএল, এমজেএল বিডি, এসিআই এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ১ম প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য়, ন্যাশনাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আফতাব অটোস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং অগ্রণী ১ম মিউচ্যুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইএসএন, জেনারেশন নেক্সট ফ্যাশন, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, ফাইন ফুডস, আইপিডিসি, বিডি ফাইন্যান্স, পপুলার লাইফ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও প্রিমিয়ার সিমেন্ট। মঙ্গলবার দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচকই কমেছে। সেখানে লেনদেন কিছুটা কমেছে। সারাদিনে সিএসইতে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মবিল যমুনা বাংলাদেশ, আরএকে সিরামিক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ফার কেমিক্যাল ও ইউনাইটেড এয়ার।
×