ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএলে পাঞ্জাব-ব্যাঙ্গালুরু ফিরতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ মে ২০১৫

আইপিএলে পাঞ্জাব-ব্যাঙ্গালুরু ফিরতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ ক্রিস গেইল-এবি ডিভিলিয়ার্সদের দুর্ধর্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব। ১১ খেলায় ৪ হারের বিপরীতে ৫ জয় ও পরিত্যক্ত ১ ম্যাচের পয়েন্ট ভাগাভাগি (১৩) করা ব্যাঙ্গালুরু পঞ্চম স্থানে। ভালমতোই শেষ চারের দৌড়ে রয়েছে বিরাট কোহলির দল। মুখোমুখি প্রথম দেখায় পাঞ্জাবকে ১৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিল তারা। সেদিন ৫৭ বলে ১১৭ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন গেইল, এরপর নিজেদের শেষ ম্যাচে শক্তিধর মুম্বাইকে ৩৯ রানে হারানোর পথে ৫৯ বলে অপরাজিত ১৩৩ রানের অতিমানবীয় ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স। বিদেশী দুই ব্যাটিং-ঝড়ে আজ আতঙ্কে থাকবে জর্জ বেইলির দল! শেষ ম্যাচে ১৮৫ রানের জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরবাদের কাছে ৫ রানে হারে পাঞ্জাব। সব মিলিয়ে তাই আজ নিশ্চিত ফেবারিট হিসেবে নামছে কোহলির ব্যাঙ্গালুরু। প্রথম দেখায় পাঞ্জাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন গেইল। ৫৭ বলে ৭ চার ও ১২ ছক্কায় ক্যারিবিয়ান ব্যাটিং-দানবের ১১৭ রানে ভর করে ৩ উইকেটে ২২৬ রানের পাহাড় গড়ে কোহলিরা। এরপর প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় ৮৮ রানে! মুম্বাইর বিপক্ষে ১ উইকেটে ২৩৫Ñএর রূপকার ডিভিলিয়ার্স। ৫৯ বলে ১৯ চার ও ৪ ছক্কায় ১৩৩ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া তারকা। ৫০ বলে ৮২ রানের ইনিংস খেলে যোগ্য সহায়তা দেন কোহলি। তবে মুম্বাইর বিপক্ষে সেঞ্চুরিকে অতীত ভাবছেন ডিভিলিয়ার্স। ‘ক্রিকেট এমন যে শেষ ইনিংসটা দিয়েই আপনাকে বিচার করা হবে। তবে পেশাদার খেলোয়াড়দের এসব মনে রাখলে চলে না। মুম্বাই ম্যাচের সেঞ্চুরির কথা ভূলে আমিও সামনে তাকাতে চাই।’ বলেন দক্ষিণ আফ্রিকান হিরো। তবে অভিজ্ঞতাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন ডিভিলিয়ার্স, ‘প্রায় এক যুগ হলো আন্তর্জাতিক ক্রিকেটটা মন দিয়ে খেলছি। অভিজ্ঞতাই আমাকে ভাল করতে সাহায্য করছে।’ কোহলি, গেইল, ভিলিয়ার্স ছাড়া ব্যাঙ্গালুরুতে আছেন দিনেশ কার্তিক, মিচেল স্টার্ক, ডেভিড ওয়াইজের মতো ম্যাচউইনার। অন্যদিকে হারলেও হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি দারুণ খেলেছে পাঞ্জাব। ১৮৬ রানের লক্ষ্যে নেমে ১৮০ রানে থামে বেইলিরা। ৪৪ বলে অপরাজিত ৮৯ রানের ম্যারাথন ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি আরেক প্রোটিয়া তারকা ডেভিড ওয়ার্নার! তাইতো দুঃখের শেষ নেই তার, ১২ ম্যাচ খেলে দুটি মাত্র জয় আসলেই দুঃখজনক।
×