ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভার্সিটিতে সেলফি কোর্স!

প্রকাশিত: ০৫:৩১, ১৩ মে ২০১৫

ভার্সিটিতে সেলফি কোর্স!

দুনিয়াজুড়ে চলছে সেলফি মাতম। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই মেতে উঠেছে সেলফিতে। সেলফিময় পৃথিবী, পৃথিবীময় সেলফি। এমন যখন অবস্থা, তখন সঠিকভাবে সেলফি না তুললে কী মান ইজ্জত থাকে? থাকে না। আর তাই তো সেলফি ম্যানিয়ার পূর্ণতা দিতেই এগিয়ে এলো ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি)। স্নাতক পর্যায়ে সেলফি নিয়ে একটি কোর্স চালু করেছে যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে চলতি সেমিস্টারে ‘রাইটিং ১৫০ : রাইটিং এ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং : আইডেন্টিটি এ্যান্ড ডাইভার্সিটি’ নামে একটি কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীরা এই কোর্সকে ‘সেলফি ক্লাস’ নামে ডাকছে। এই বিষয়ে কোর্সটির ক্লাস নেয়া সহযোগী অধ্যাপক মার্ক ম্যারিনো বলেন, স্মার্টফোনের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা সেলফি নিয়ে পড়াশোনার গুরুত্ব রয়েছে। ছাত্রছাত্রীরা জানতে পারছে যে, আমরা এমন একটি সময়ে বসবাস করছি যখন সেলফি যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কেননা নিজেদের পরিচয়ের ক্ষেত্রে কী ভাবে আমরা নিজেদের প্রতিকৃতি তুলে ধরতে চাই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের পাঁচটি সেলফি তুলে ওগুলোর ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণের ক্ষেত্রে পোশাক, অভিব্যক্তি ও অন্যান্য বিষয়কে তুলে ধরা হয়।’ শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সেলিব্রেটিদের সেলফিও শিক্ষার্থীদের পাঠ্য। এক্ষেত্রে কিম কারদাশিয়ানের মতো তারকাদের সেলফি নিয়েও গবেষণা করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কোর্সটিকে অনেক গুরুত্বপূর্ণ মনে করছে এবং আগামী সেমিস্টার থেকে সেলফি নিয়ে আরও বিস্তৃত কোর্স চালু করার পরিকল্পনা করছে। -সূত্র : ইন্টারনেট
×