ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘মেসি-রোনাল্ডো সমানে সমান’

প্রকাশিত: ০৬:১০, ১২ মে ২০১৫

‘মেসি-রোনাল্ডো সমানে সমান’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কে সেরা? এ নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে যায় ফুটবলবিশ্ব। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা এ বিতর্কে যাননি। সময়ের দুই সুপারস্টারকেই সেরা হিসেবে আখ্যায়িত করেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। সোমবার স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে এমন অভিমত রাখেন ৫৪ বছর বয়সী ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মতে, মেসি ও রোনাল্ডো কেউ কারও চেয়ে কম নয়। দু’জনই একইরকম প্রতিভাবান। চলমান মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেছেন রোনাল্ডো। একটি কম অর্থাৎ ৫৩ গোল করেছেন মেসি। বরাবারের মতো তাই এবারও দুই তারকার মধ্যে ব্যক্তিগত দ্বৈরথ জমে উঠেছে। সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, মেসি রোনাল্ডোর চেয়ে সেরা নাকি রোনাল্ডো মেসির চেয়ে সেরা এই বিতর্কের কোন মানে হয় না। আমি মনে করি, তারা দু’জনই সমান পর্যায়ে আছে। তবে ডি বক্সের বাইরে প্রতিপক্ষের সামনে মেসির তুলনায় রোনাল্ডোই বেশি বিপজ্জনক। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, মাঝমাঠ থেকে প্রতিপক্ষের গোলপোস্ট সীমানার যেকোন জায়গা থেকে রোনাল্ডো কার্যকরী শট নিতে পারে। গোলরক্ষকরা তাঁকে ভয় পায়। কিন্তু সেই সব এলাকা থেকে মেসিকে তারা ভয় পায় না। কারণ রোনাল্ডোর মতো শক্তিশালী শট তার মধ্যে নেই। ক্রিশ্চিয়ানো অসম্ভব পেশাদার একজন ফুটবলার। আমি মনে করি এই একটি জায়গায় মেসির থেকে রোনাল্ডো কিছুটা হলেও এগিয়ে আছে। তবে মেসি যেকোন মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। দু’জনের কাউকেই খাটো করে দেখার উপায় নেই। এদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো বলেছেন, বর্তমান সময়ে তারকা ফুটবলারের অভাব চলছে। নেইমার, মেসি ও ক্রিশ্চিয়ানোকে গ্রেট বললেও ব্রাজিলিয়ান তারকারা মনে করেন বর্তমানে তারকার ঘাটতি আছে। ২০০২ সালের বিশ্বকাপজয়ী রোনাল্ডো বলেন, আমাকে জিনেদিন জিদান বলেছিলেন, মেসি অবিশ্বাস্য, রোনাল্ডো কল্পনাতীত ও নেইমার অতুলনীয়। কিন্তু বিশ্ব ফ্টুবল মিস করছে কিছু তারকাকে। তিনি আরও বলেন, সে (জিদান) আমার বন্ধু। তার সঙ্গে ফ্টুবল নিয়ে অনেক কথা হয়। আজকে সে কোচ। কিন্তু একদিন আমরা একসঙ্গে খেলেছি। তখনকার মতো এখন তারকা ফুটবলার নেই। ব্রাজিলিয়ান রোনাল্ডো এমন বলার পেছনে আরও একটি বড় যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, গত সাত বছর ধরে ফিফা ব্যালন ডি’অর জিতেছে ক্রিশ্চিয়ানো নয়ত মেসি। ভবিষ্যতে নিশ্চিতভাবেই এটি জিতবে নেইমার। তাহলে এই তিনজনের বাইরে তারকা কোথায়?
×