ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজীব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে

প্রকাশিত: ০৫:৫০, ১২ মে ২০১৫

রাজীব হত্যা মামলা দ্রুত বিচার  ট্রাইব্যুনালে

কোর্ট রিপোর্টার ॥ ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলাটি ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ মোঃ রুহুল আমিন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বদলির আদেশ দেন। গত ১৮ মার্চ মামলাটিতে আনসারুল্লাহ বাংলাটিম প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে করে ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালত। অপর আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দ্বিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মোঃ নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)। আসামিদের মধ্যে রানাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীদের হাতে নিহত হন শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের উদ্যোক্তাদের একজন রাজীব হায়দার শোভন। ২০১৪ সালের ২৮ জানুয়ারি আদালতে মামলাটির চার্জশীট দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।
×