ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘চিত্তগীত’

প্রকাশিত: ০৪:১০, ১২ মে ২০১৫

নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘চিত্তগীত’

স্টাফ রিপের্টার ॥ জনপ্রিয় শিল্পী সালাউদ্দিন আহমেদের কণ্ঠে নজরুল সঙ্গীতের নবম একক এ্যালবাম ‘চিত্তগীত’ জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন এমিরিটাস অধ্যাপক ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী ও জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া। প্রকাশিত এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন-দূর্বাদল চট্টোপাধ্যায়। এ্যালবামে ১০টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হলো একি সুরে তুমি গান শোনালে, দেখে যারে রুদ্রানী মা, কে তুমি দূরের সাথী, সখি বাঁধলো বাঁধলো, ওই ঘর ভুলানো সুরে, ভুল করে যদি ভালবেসে, ফুল ফাগুনের এল মরশুম, আসলো যখন ফুলের ফাগুন, বাগিচায় বুলবুলি তুই, মালা গাঁথা শেষ না হতে। এ্যালবাম প্রসঙ্গে শিল্পী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রিয় কবি নজরুলের জনপ্রিয় তথা দুরূহ গান নিয়ে আমার নবম এ্যালবাম প্রকাশ। ৪০ বছর সঙ্গীত চর্চা করে বুঝেছি সারা জীবনেও নজরুলের গান সব গান গেয়ে যাওয়া অসম্ভব। তাই এ এ্যালবামের গানগুলো বর্তমান সময়ের গায়কীতে গেয়ে রেকর্ড করে যাওয়া। সেই ধারাবাহিক ফসল আমার এ এ্যালবাম চিত্তগীত। আশা করছি এ্যালবামের গানগুলোর মাধ্যমে শ্রোতারা নজরুলকে নতুন করে চিনবেন।
×