ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আগলে রেখো মাকে’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:৩৭, ১১ মে ২০১৫

‘আগলে রেখো মাকে’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মা দিবস উপলক্ষে ‘আগলে রেখো মাকে’ মিক্সড এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বক্তব্য রাখেন বরেণ্য গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, সঙ্গীত পরিচালক বাসু দেব, সুমন কল্যাণ, আনজাম মাসুদ, সঙ্গীত শিল্পী সাজেদ ফাতেমী, নির্ঝর, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান। এ্যালবামে মোট ৯টি গান রয়েছে। সবকটি গানের সুর করেছেন সাজেদ ফাতেমী এবং সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ ও জেকে। এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, ন্যান্সী, সাজেদ ফাতেমী, সুমন কল্যাণ, নির্ঝর, কোনাল ও মাহমুদ আকাশ। এ্যালবামের গানের কথা লিখেছেন কাজী আলিম-উজ-জামান, সারফুদ্দিন আহমেদ, সাজেদ ফাতেমী, হাসান আহমেদ, জিয়া ও অন্তরা। এ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- আগলে রেখো মাকে, লাল শাড়িটা, হাজার বছর, কোথায় তুমি, আমার মা, ভালবাসি মাগো ইত্যাদি। এ্যালবামের শিল্পী ও সুরকার সাজেদ ফাতেমী বলেন, মা ভক্ত শ্রোতাদের গানগুলো মুগ্ধ করবে বলে।
×