ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ মিয়া স্মরণসভা

প্রকাশিত: ০৬:১৭, ১১ মে ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ড. ওয়াজেদ মিয়া স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ মে ॥ প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া, সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কোষাধাক্ষ সৈয়দ আহম্মদ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘মানুষ জন্মের জন্য নয়, কর্মের মাধ্যমে বেঁচে থাকে।’ দোয়া মাহ্ফিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, জনসংযোগ পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×