ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিডি ফাইন্যান্সের লোকসান বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৯, ১১ মে ২০১৫

বিডি ফাইন্যান্সের লোকসান বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৫১০.৫২ শতাংশ। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিডি ফাইন্যান্সের কর পরবর্তী লোকসান (কনসলিডেটেড) হয়েছে ১৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১৬। আগের বছর একই প্রান্তিকে লোকসানের পরিমাণ ছিল ২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসানের পরিমাণ ছিল ১৯ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির লোকসান বেড়েছে ৫১০.৫২ শতাংশ।
×