ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩ কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

প্রকাশিত: ০৭:৪১, ১০ মে ২০১৫

৩ কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘোষিত সূচী অনুযায়ী তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে - ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক। ন্যাশনাল হাউজিং ॥ এই কোম্পানির এজিএম আগামী ১২ মে মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে লেকসোর হোটেলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা ব্যাংক ॥ ঢাকা ব্যাংকের এজিএম ১৩ মে বুধবার বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে-২ অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংক ॥ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এজিএম আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় পুলিশ কনভেনশন হল ইস্কাটনে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
×