ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে জাল নোটসহ স্বামী-স্ত্রী-শ্যালিকা গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৪, ১০ মে ২০১৫

চট্টগ্রামে জাল নোটসহ স্বামী-স্ত্রী-শ্যালিকা  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বামী-স্ত্রী আর শ্যালিকাকে নিয়ে জাল নোটের ব্যবসা। তারা কক্সবাজারের চকরিয়া থেকে জাল নোট এনে চট্টগ্রাম মহানগরীতে বাজারে ছেড়ে দেয়। শুক্রবার রাতে এ তিনজনকেই পুলিশ গ্রেফতার করেছে। এরা হচ্ছে তাজ উদ্দিন মাসুদ (২৫), তার স্ত্রী স্বপ্না বেগম এবং শ্যালিকা শাহনাজ আক্তার (২০)। তাদের কাছ থেকে ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারের পর তারা জানিয়েছে, কক্সবাজারের চকরিয়ার বেলাল নামের একলোক তাদের এসব জাল নোট সরবরাহ করেছে। বেলাল জাল নোট সংগ্রহ করে ঢাকা থেকে। এরপর জালিয়াত চক্রের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারে ছেড়ে দেয়। বাকলিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে এলাকার তুলাতুলি এলাকা থেকে তাজউদ্দিনকে এক হাজার টাকার ১০টি জাল নোটসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর পাহাড়তলী গ্রিনভিউ আবাসিক এলাকায় তার বাসা থেকে এক হাজার টাকার আরও ৭০টি জাল নোট উদ্ধার করে। এ বাসা থেকে স্ত্রী স্বপ্না ও শ্যালিকা শাহনাজকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান চালানো হয় চকরিয়ায় বেলালের খোঁজে। তবে তাকে পাওয়া যায়নি। গ্রেফতারকৃতরা জানিয়েছে, তাদের সিন্ডিকেটে ৩০ থেকে ৪০ জন সদস্য রয়েছে। বেলাল ঢাকা থেকে জাল নোট এনে এদের মাধ্যমে বাজারে ছেড়ে দেয়। গ্রেফতারকৃত তাজউদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে।
×