ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে এসিড সন্ত্রাসের শিকার কলেজছাত্রী

প্রকাশিত: ০৬:৩২, ১০ মে ২০১৫

গোপালগঞ্জে এসিড সন্ত্রাসের শিকার কলেজছাত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৯ মে ॥ গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামে কলেজছাত্রীকে এসিড ছুড়ে ঝলসে দিয়েছে এক বখাটে। সে সদর উপজেলার কৃষ্ণপুর সপ্তপল্লী মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। শনিবার ভোরে ঘরের ভিতর ঢুকে তার ওপর এসিড ছুড়ে পালিয়ে যায় ওই বখাটে। এসিড সন্ত্রাসের শিকার গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুবাস বাগচির মেয়ে কলেজছাত্রী আঁখি বাগচি পাখিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মুখম-ল, হাত, গলাসহ শরীরের ১০ শতাংশ ঝলছে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। চিকিৎসাধীন আঁখি বাগচি ও তার মা মমতা বাগচি জানিয়েছেন, তাদের পার্শ্ববর্তী ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের বখাটে ছেলে রথিন ঘোষ দুই বছর ধরে প্রেম নিবেদন করে আসছিল। পরে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আঁখি বা তার পরিবার সে প্রস্তাব না মেনে নেয়ায় কয়েকবার হুমকি ধমকিও দিয়েছে ওই বখাটে।
×