ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় স্বাচিপ, বিএসএমএমইউ শাখার অভিনন্দন

প্রকাশিত: ০৬:২০, ১০ মে ২০১৫

 স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় স্বাচিপ, বিএসএমএমইউ  শাখার অভিনন্দন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন। শনিবার বিএসএমএমইউ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী সভায় এ অভিনন্দন জানানো হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরফিুল ইসলাম জোয়ারদার টিটো স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এএসএম জাকারিয়া স্বপন। সভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও অসামান্য কূটনৈতিক দক্ষতায় ভারতীয় পার্লামেন্টে (লোকসভায়) স্থলসীমান্ত বিল পাস হওয়ায় সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয় এবং একই সঙ্গে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভারতের সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় ঐতিহাসিক এ চুক্তি পাস হওয়াকে বর্তমান মহাজোট সরকারের বিরাট বিজয় হিসেবে উল্লেখ করে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সহযোগিতা করার মাধ্যমেই অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে যাওয়া সম্ভব। সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্য সরকারের সব রকমের কর্মকা-ের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
×