ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফুল কুড়িয়ে আয়

প্রকাশিত: ০৫:৫০, ১০ মে ২০১৫

ফুল কুড়িয়ে আয়

মুকুল আর বেলি। ভাইবোন। বাবা নেই। মা ভিক্ষা করে। এভাবে সংসার চালাতে বড় কষ্ট হয়। তাই মাকে সাহায্য করতে তারা দুই ভাইবোন বেছে নিয়েছে কুড়িয়ে আনা ফুল দিয়ে মালা গেঁথে বিক্রির কাজ। প্রতিদিন সকালে ঢাকার সোহ্্রওয়ার্দী উদ্যানে ঝরে পড়া ফুল কুড়িয়ে তা দিয়ে মালা গেঁথে বিক্রি করে। এভাবে দৈনিক শ’খানেক টাকা আয় হয় তাদের। শনিবার এ ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×